Bangla News Dunia, Pallab : দেশের রেশন ব্যবস্থা (Ration System) আবার বদলে যাচ্ছে। গ্রাহকদের হাতে চাল আটার বদলে সরাসরি টাকা আসবে। হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে। আর এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রেশন ডিলার থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। কারণ দিল্লিকে কেন্দ্র করে এবার বড়সড় রেশন সংস্কারের পথে হাঁটছে কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার জোরদার আন্দোলনে রাস্তায় নামার প্রস্তুতি দিয়েছে রেশন ডিলাররা।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
নগদে রেশন দেওয়ার পথে কেন্দ্র সরকার
কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, এবার থেকে চাল আটা দেওয়ার বদলে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। এই উদ্যোগ প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চালু করা হবে এবং পরে ধাপে ধাপে প্রত্যেকটি রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে।
এই ব্যবস্থায় পাইলট প্রযুক্তি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চন্ডিপুর, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপের মতো অঞ্চলে। চলতি বছরের জানুয়ারি মাসেই দিল্লিতে উচ্চপর্যায়ের আধিকারিকদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি আধিকারিকদের এই নতুন ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণের কথাও জানানো হয়েছে।
রেশন ডিলারদের আশঙ্কা
এই পরিকল্পনায় সব থেকে বেশি চিন্তার কবলে পড়েছেন রেশন ডিলাররা। তাদের আশঙ্কা, এই নতুন রেশন ব্যবস্থায় তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। এই পরিস্থিতি ঠেকাতে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’ জানিয়েছে, তারা দেশজুড়ে একাধিক কর্মসূচি এবং আন্দোলনে নামবেন। তাদের দাবি একটাই, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মডেল চালু করা হবে গোটা দেশে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন