Bangla News Dunia, Pallab : ভারতীয় নৌবাহিনীতে আসতে চলেছে ২৬টি অত্যাধুনিক রাফাল মেরিন যুদ্ধবিমান (Rafale Navy Jets)। এনিয়ে ফ্রান্সের (France) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে (Deal) অনুমোদন দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCS) এই চুক্তিতে অনুমোদন দিয়েছে। প্রায় ৬৩ হাজার কোটি টাকার এই চুক্তিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনী ২২টি একক আসনের, চারটি দ্বৈত আসনের রাফাল মেরিন জেট পাবে। সেই সঙ্গে রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট, নৌসেনাদের প্রশিক্ষণ এবং দেশে উৎপাদিত বিভিন্ন সরঞ্জামের একটি বিস্তৃত প্যাকেজ পাবে। এই রাফাল মেরিন যুদ্ধবিমানগুলি ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বৃদ্ধি করবে। এই যুদ্ধবিমানগুলি উন্নত বিমানচালনা, অস্ত্র ব্যবস্থা এবং কর্মক্ষম বহুমুখীতার জন্য বিশেষভাবে পরিচিত। এই রাফাল মেরিনগুলি মূলত ক্যারিয়ার-ভিত্তিক মিশনের জন্য তৈরি। এতে শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, অ্যারেস্টর হুক, উন্নত অ্যাভিওনিক্স, অত্যাধুনিক অস্ত্রসজ্জা, শর্ট টেক-অফ কিন্তু অ্যারেস্টেড রিকভারি (STOBAR) ক্ষমতা রয়েছে।
প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, আগামী চার বছরের মধ্যে এই যুদ্ধবিমানগুলির সরবরাহ শুরু হবে। ২০২৯ সালের শেষের দিকে রাফাল মেরিন যুদ্ধবিমানের প্রথম ব্যাচ ভারতীয় নৌবাহিনীর হাতে আসবে বলে আশা করা হচ্ছে। ২০৩১ সালের মধ্যে সবগুলিই চলে আসবে ভারতে। মনে করা হচ্ছে, এই যুদ্ধবিমানগুলি মূলত ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত থেকে পরিচালিত হবে। ফলে বর্তমানে যে মিগ-২৯কে রয়েছে সেগুলির বদলে রাফাল মেরিনগুলি মোতায়েন করা হবে আগামীদিনে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন