কাল অবধি ডেডলাইন ! এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে PNB অ্যাকাউন্ট

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি কি আপনার ব্যাংক অ্যাকাউন্টকে (Bank Account) সচল রাখতে চান? তাহলে ১০ই এপ্রিলের মধ্যে এই কাজটি সেরে নিন। নাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক এমনই একটা নির্দেশিকা জারি করেছে, যা সমস্ত ব্যাংকিং গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে বিশেষভাবে এই নির্দেশিকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য জানা অত্যন্ত জরুরী। 

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

কী নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাংক?

সম্প্রতি আরবিআই এর তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহক এখনো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেনি, তাদের জন্য সময় সীমা বাড়িয়ে ১০ই এপ্রিল, ২০২৫ করা হয়েছে।

আর এই সময় সীমার মধ্যে যদি কেওয়াইসি আপডেট না করা হয়, তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। অর্থাৎ সাময়িকভাবে ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যেতে পারে, যা আপনার আর্থিক কার্যকলাপে সরাসরি প্রভাব ফেলবে। 

পিএনবি গ্রাহকদের জন্য বিশেষ সতর্কবার্তা

যে সমস্ত গ্রাহকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আচ্চউন্ট রয়েছে, তাদের জন্য স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যারা এখনো কেওয়াইসি আপডেট করেননি, তারা অবশ্যই ১০ই এপ্রিলের মধ্যে আপডেট সেরে নেবেন।

কিন্তু যারা ইতিমধ্যে আপডেট করেছেন, কিন্তু ব্যাংকের তরফ থেকে নতুন করে কোন ইমেইল বা নির্দেশিকা পেয়েছেন, তাঁদের পুনরায় কেওয়াইসি আপডেট করতে হবে। তবে যারা আগে কেওয়াইসি আপডেট করেছেন এবং ব্যাংকের তরফ থেকে কোনরকম নতুন নির্দেশিকা পাননি, তাদের আর কিছু করার দরকার নেই।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন