Bangla News Dunia, দীনেশ :- সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মীদের। চাকরিতে বহাল রাখার দাবিতে বুধবার জেলায় জেলায় জেলা স্কুল পরিদর্শকের অফিস অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এই অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে বেশ কয়েক জায়গায়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ চাকরিহারাদের উপর লাঠচার্জ ও লাথি মারে বলে অভিযোগ। যোগ্য-অযোগ্যদের আলাদা করে চাকরি ফেরানোর দাবি তুলেছেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে বিকাশ ভবনে চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন:- মাথার সামনের চুল গজানোর ঘরোয়া উপায় জেনে নিন
সূত্রের খবর, চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে শুক্রবার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত থাকতে পারেন এসএসসি চেয়ারম্যান ও দপ্তরের সচিব। নতুন শিক্ষাবর্ষ পর্যন্ত যাতে চাকরিহারাদের চাকরিতে বহাল রাখা যায় সুপ্রিম কোর্টে তার আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেকারণে আইনি সমাধানসূত্র না বেরোনো পর্যন্ত কী ভবিষ্যত হতে চলেছে চাকরিহারাদের, সেই বিষয়ে বৈঠক করা হবে।
আরও পড়ুন:- ডায়মন্ড হারবারে ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক! শুনানি হবে হাইকোর্টে
বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ডিআই অফিসে গিয়েছিলেন কেন! প্রতিবাদ জানাতে আন্দোলন করতে। ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। ওঁদের সঙ্গে বসে একটা সুরাহা বের করার জন্য চলতি সপ্তাহে বৈঠক হবে। আমি নিজে থাকব, দপ্তরের আরও অনেকেই থাকবেন।’
আরও পড়ুন:- বেকারদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেবে কলকাতা পুরনিগম, জেনে নিন বিস্তারিত
তিনি আরও বলেন, ‘লড়াই আন্দোলন কিছুদিন স্থগিত রাখা যেত। আমরা বদ্ধপরিকর। আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। আইনি ভাবে এবং মানবিক ভাবে। ওঁদের ধৈর্য্য রাখা উচিত। ওঁরাই আমাদের সঙ্গে বসতে চেয়েছেন, ওঁরাই আবার ধ্বংসাত্মক আন্দোলন করছেন।’