Bangla News Dunia, দীনেশ :- দ্বিতীয় বিশ্বযুদ্ধে (World War II) নাৎসি জার্মানিকে পরাজিত করেছিল সোভিয়েত ইউনিয়ন। সেইদিনটি স্মরণ করেই আগামী ৯ মে মস্কোয় আয়োজিত হতে চলেছে ৮০তম বিজয় দিবস (Victory Day)। আর বিজয় দিবসের কুচকাওয়াজে (Parade) উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া (Russia)। সেদেশের উপবিদেশমন্ত্রী আন্দ্রে রুডেনকো একথা জানিয়েছেন।
আরও পড়ুন:- মাথার সামনের চুল গজানোর ঘরোয়া উপায় জেনে নিন
মস্কো আশা করছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে যোগ দেবেন। ইতিমধ্যেই ভারতকে আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে। যদিও মোদির রাশিয়ায় যাওয়া নিয়ে এখনও পর্যন্ত ভারতের বিদেশমন্ত্রকের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিজয় দিবসের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত ছাড়াও আরও কয়েকটি বন্ধু দেশের নেতাদের কুচকাওয়াজে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।
আরও পড়ুন:- ডায়মন্ড হারবারে ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক! শুনানি হবে হাইকোর্টে
মোদি শেষ রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাইয়ে। প্রায় পাঁচ বছরের মধ্যে সেটিই ছিল মোদির প্রথম রাশিয়া সফর। সেবার মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। সেই আমন্ত্রণ গ্রহণ করে গত মাসেই মস্কো থেকে নিশ্চিত করা হয়েছে যে, পুতিন চলতি বছরের শেষের দিকে ভারত সফরে আসবেন। তবে তাঁর ভারত সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। যদিও দুই রাষ্ট্রনেতাই নিয়মিত টেলিফোনে কথোপকথনের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছেন। এছাড়াও আন্তর্জাতিক কোনও অনুষ্ঠানের ফাঁকে ব্যক্তিগতভাবে বৈঠকও করেন মোদি ও পুতিন।
আরও পড়ুন:- বেকারদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেবে কলকাতা পুরনিগম, জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, ১৯৪৫ সালের ৯ মে নাৎসি জার্মানি আত্মসমর্পণ করে সোভিয়েত ইউনিয়নের কাছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। সেই থেকেই প্রতিবছর ৯ মে বিজয় দিবস হিসেবে পালিত হয় রাশিয়ায়। মস্কোর রেড স্কোয়্যারে হয় সামরিক কুচকাওয়াজ। এবার সেই অনুষ্ঠানেই যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন মোদি।