Bangla News Dunia, Pallab : চলতি বছরের মে মাসে অযোধ্যায় (Ayodhya) অনুষ্ঠিত হবে রামের অভিষেক। রাজ্যাভিষেকের অনুষ্ঠানে রাম রাজা হিসেবে চিহ্নিত হবেন। এই উপলক্ষ্যে মন্দিরের দোতলায় রাজদরবার প্রতিষ্ঠিত হবে। তারও উদ্বোধন হবে। অনুষ্ঠানের তারিখ জানা যায়নি।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
অযোধ্যার রামমন্দিরে (Ram Temple) রামলালার প্রাণপ্রতিষ্ঠায় যোগ দিয়েছিলেন আট হাজারেরও বেশি মানুষ। শুধু দেশবাসী নন, টেলিভিশনের পর্দায় তা প্রত্যক্ষ করেছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি তথা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরকদমে। ২০২৪-এর ২২-র জানুয়ারির অনুষ্ঠান জমকালো হয়েছিল। প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী। এবারের অনুষ্ঠান হবে সাদামাঠা। মে মাসের ওই অনুষ্ঠানের মধ্যে দিয়েই রামমন্দির নির্মাণের কাজের সমাপ্তি ঘোষণা করা হবে। তিনি এও জানিয়েছেন, মন্দির চত্বরের নির্মাণের কাজ চলতি মাসের শেষদিকে শেষ হয়ে যাবে। প্রাচীর নির্মাণের কাজ শেষ হবে এবছরের শেষদিকে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন