আর লাগবে না আধার কার্ড ! নতুন অ্যাপ চালু করল মোদী সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

aadhaar-card

Bangla News Dunia, Pallab : আধার কার্ড সংক্রান্ত নানা ঝামেলা থেকে এবার মুক্তির পথ দেখাল কেন্দ্রীয় সরকার। আধার যাচাইয়ের ক্ষেত্রে এবার আর প্রয়োজন নেই ফটোকপি বহন বা কার্ডের মুদ্রিত কপি দেখানোর। নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রেখে আধার যাচাই ও তথ্য শেয়ার এখন সম্ভব হবে শুধুমাত্র একটি মোবাইল অ্যাপের মাধ্যমে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

আজ (মঙ্গলবার) একটি নতুন আধার অ্যাপের সূচনা করল কেন্দ্রীয় সরকার, যা আধার ব্যবহারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

নয়াদিল্লিতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ উদ্বোধন করেন।

অ্যাপের মূল বৈশিষ্ট্য ও সুবিধা

এই নতুন অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ফেস আইডি যাচাইকরণ। অর্থাৎ ব্যবহারকারীকে আর আধার নম্বর বা OTP-এর অপেক্ষায় থাকতে হবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি মুখের চেহারা স্ক্যান করেই ব্যবহারকারীর পরিচয় যাচাই হয়ে যাবে।

এছাড়া এই অ্যাপের মাধ্যমে একটি QR কোড স্ক্যান করেই নির্দিষ্ট প্রয়োজনে আধার যাচাই সম্পন্ন করা যাবে, একদম যেমনটি হয় UPI পেমেন্টে। এতে করে কার্ড বহন বা তথ্য ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন একেবারে বাদ যাবে।

মন্ত্রী যা বললেন

এই উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, “নতুন আধার অ্যাপ নাগরিকদের জন্য আধার ব্যবহারে আরও গতি, সরলতা ও নিরাপত্তা আনবে। এটি প্রযুক্তির এমন এক প্রয়োগ, যা তথ্যের গোপনীয়তা বজায় রেখে যাচাই ও শেয়ার সহজ করে তুলবে।”

মন্ত্রী আরও জানান, এই অ্যাপ ব্যবহারকারীদের শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য শেয়ার করার অনুমতি দেবে— সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে থাকবে কোন তথ্য শেয়ার হবে আর কোনটা নয়।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন