Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে একটি ঘূর্ণাবর্ত পূর্ব গাঙ্গেয় বঙ্গ অতিক্রম করে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত । এই ঘূর্ণাবর্তিটি সমুদ্র পৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে অবস্থান করছে ৷ এর ফলে অনুকুল বায়ু প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গের আকাশে। যার জেরে আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এর সঙ্গে নিম্নচাপ তৈরির ইঙ্গিতও রয়েছে । মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হয়েছে একটি নিম্নচাপ । বুধবার ভোর থেকে তা উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করেছে । আজ অর্থাৎ বৃহস্পতিবার রাতের পর এটি অবস্থান করবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ৷ পরবর্তী 48 ঘণ্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে । এটি ক্রমশ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।
তবে কলকাতায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম । নিম্নচাপ যত স্থলভাগের দিকে এগোবে তত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে শুক্র বা শনিবার নাগাদ বৃষ্টির সম্ভবনা তৈরি হতে পারে । আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে । কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
দক্ষিণবঙ্গে আজ কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু-একটি জেলায়। শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি হবে ৷ যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30-50 কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনি এবং রবিবার বৃষ্টি চলবে পশ্চিমের জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে গাঙ্গেয় জেলগুলোতে।
উত্তরবঙ্গে আজ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ওপরের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 30-40 কিমি গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 86 শতাংশ এবং সর্বনিম্ন 40 শতাংশ।
আরও পড়ুন:- প্রতিমাসে ফ্রিতে রেশন পেতে চান? তার জন্য কি করতে হবে? এক ক্লিকে জেনে নিন