বিনামুল্যে রেশনের দিন শেষ ! শুধু এবার থেকে এই সমস্ত লোকেরাই পাবে রেশন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দেশের বহু মানুষ এখনো দরিদ্রসীমার অনেক নীচে বসবাস করছেন। অনেকের পক্ষে তিনবেলা খাবার জোটানো দায় হয়ে পড়ে। আর সেই বাস্তবতাকে সামনে রেখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চালু রেখেছে বিনামূল্যে রেশন ব্যবস্থা (Ration System)। তবে এবার রেশন কার্ড সংক্রান্ত ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। জানা যাচ্ছে এবার সবাই নয়, বরং কেবলমাত্র বিশেষ কিছু গ্রাহকই বিনামূল্য রেশন পাবেন। 

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

কারা কারা পাবেন এই সুবিধা?

রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেবল গ্রামাঞ্চলে বসবাসকারী দরিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলি এবার থেকে বিনামূল্য রেশন কার্ড পাবেন। আর এই কার্ড থাকলেই একমাত্র মিলবে চাল, গম সহ একাধিক খাদ্যসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে।

কীভাবে আবেদন করবেন এই বিশেষ কার্ডের জন্য?

এই কার্ড বানানোর জন্য মোটেও অনলাইনে আবেদন করা যাবে না। বরং নিজের এলাকার রেশন দোকান বা সংশ্লিষ্ট অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে হবে। যারা প্রকৃতপক্ষে গরিব এবং দরিদ্রসীমার নীচে বসবাস করে, একমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। 

আবেদন করার জন্য কী কী প্রয়োজন? 

এখনো পর্যন্ত সরকারি তথ্য মারফত জানা যাচ্ছে, এই কার্ডের জন্য আবেদন করতে যে ডকুমেন্টগুলি লাগবে, তা হল দরিদ্র সীমার প্রমাণপত্র, আধার কার্ড বা পরিচয়পত্র, গ্রামে বসবাস করার প্রমাণপত্র, প্যান কার্ড এবং আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন ছবি। 

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন