পশ্চিমবঙ্গে টানা দেড় মাস গরমের ছুটি থাকবে ? পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় খবর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- এইবারে টানা ১.৫ মাসের জন্য রাজ্যে গরমের ছুটি থাকবে? এমনই এক খবর সারা বিগত কিছু দিন ধরে নানা জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত বৈশাখ মাস পরেনি আর তারই মধ্যে গরমের ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে এবং যত দিন যাবে ততই এই তীব্রতা আরও বৃদ্ধি পাবে আর সেই সময়ে বাচ্চাদের পক্ষে আর স্কুলে এসে ক্লাস করা সম্ভব হবে না।

গরমের ছুটি বৃদ্ধি করা হবে?

আর বাচ্চাদের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারের তরফে স্কুল বন্ধ রাখা হয়। আর প্রত্যেক বছর কখন কি কারণের কত দিনের জন্য ছুটি থাকবে সেই সম্পর্কে গরমের ছুটির তালিকা রাজ্য সরকারের তরফে প্রকাশ করে দেওয়া হয়। আর সময়ে সময়ে কিছু না কিছু ছুটি কম বা বেশি করে দেওয়া হয়, আর এর মধ্যে গ্রীষ্মকালীন অবসর অন্যতম।

আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন

পশ্চিমবঙ্গে গ্রীষ্মবকাশ কবে থেকে?

কিছু দিন আগে সরকারের তরফে জানানো হয়েছিলো যে আগামী ৩০ শে এপ্রিল থেকেই এই ছুটি শুরু হয়ে যাবে, কিন্তু আগের ঘোষণা করা তারিখ অনুসারে স্কুল পুনরায় খুলবে নাকি নতুন তারিখ জানানো হবে বিগত বছর গুলোর মত সেই সম্পর্কে এখন কিছু জানানো হয়নি। কিন্তু অনেকেই ভাবছেন যে এবারে SSC তে ২৬০০০ চাকরি বাতিল হয়ে যাওয়ার জন্য অনেকের চাকরি ছলে গেছে।

আরও পড়ুন:- কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা? পদে পদে সতর্ক থাকার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ জানুন

Summer Vacation 2025

আর এই কারণের ফলে হয়তো এবারে ১.৫ মাস গরমের ছুটি থাকতে পারে। কারণ ৩ মাসের মধ্যে ফের পরীক্ষা নিয়ে নিয়োগ করা হবে এবং এর আগে পড়ুয়াদের ক্লাস কে নেবে এই নিয়ে এক সমস্যার সৃষ্টি হয়েছে আর এই কারণের জন্য অনেকেই মনে করছেন যে বিগত বছর গুলোর তুলনাতে এবারে আরও বেশি ছুটি থাকতে পারে। আর এই এত বেশি ছুটির ফলে শেষমেশ পড়ুয়াদের সমস্যা হবে আর কিছু না!

আর এরই সঙ্গে আগামী কিছু দিনের মধ্যে প্রাথমিক শিক্ষকদের টেট মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হতে পারে বলে মনে করা হচ্ছে এবং সেখানে ৩২০০০ শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হতে পারে বলে চর্চা চারিদিকে। আর এমনটা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হবে সেই নিয়ে আর কিছু বলার অপেক্ষা রাখে না, আর যেই সকল বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারেনা তাদের ভবিষ্যৎ যে অন্ধকারে ডুবে যাবে সেইটাও মনে করছেন অনেকে।

আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন

কিন্তু এই সকল কিছু মানুষেরা অনুমানের ভিত্তিতে মনে করছেন, কিন্তু রাজ্য সরকারের তরফে এই গরমের ছুটি বৃদ্ধি নিয়ে কোন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও পর্যন্ত। আর সরকারের তরফে কোন সিদ্ধান্ত না জানানো পর্যন্ত কোন রকমের সিদ্ধান্তে উপনিত হওয়া সম্ভব না, তাই সকলকে অপেক্ষা করতে হবে আরও কিছু দিনের জন্য। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন