LPG-র বদলে জল ! পশ্চিমবঙ্গে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতারণা, তদন্তে প্রশাসন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় হাতে এলো এক চাঞ্চলকর প্রতারণার তথ্য। ইতিমধ্যেই দিনের পর দিন রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর মধ্যবিত্ত পরিবারে হাহাকার চলছে, ঠিক এমন সময় সামনে এলো আরও চমকপ্রদ এক অভিনব প্রতারণার ঘটনা। যে প্রতারণার অভিযোগ উঠেছে সেটি হল পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে কিছু গ্রাহক গ্যাস সিলিন্ডার নিতে গিয়ে গ্যাসের বদলে পেয়েছেন জল! এ যেন টাকা ইনকাম করার এক অভিনব প্রতারণা।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

সাম্প্রতিক এই নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়েছে, গ্রাহকদের অভিযোগ নতুন গ্যাস সিলিন্ডার পাওয়ার পর সেটি ব্যবহার করতে গিয়ে দেখা গেছে ভেতরে যথেষ্ট গ্যাস নেই, বরং তা আংশিকভাবে জলে ভর্তি। একটুখানি গ্যাস জলেই পরবর্তীকালে বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে যখন স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে অভিযোগ করেন, তখন অনেক ক্ষেত্রেই তাদের অভিযোগ গুরুত্ব দেওয়া হয়নি বা সিলিন্ডার বদলেও দেওয়া হয়নি। পরবর্তীকালে এই নিয়ে তদন্ত শুরু হয়।

অভিযানে নেমে জেলা প্রশাসন :

পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যায় তখন জেলা প্রশাসনের নির্দেশে গঠিত হয় একটি যৌথ তদন্তকারী দল, যেখানে ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তর, পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি অফিসার এবং ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকরা। এই টিম পরবর্তীকালে তদন্ত চালায়। পরবর্তীকালে বিভিন্ন তদন্ত করে এই টিম শহরের এক গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে হানা দিয়ে প্রমাণ সহ গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিলিন্ডার বদলের নির্দেশ দেয়। এরপরেই তথ্য সামনে চলে আসে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন