প্যান কার্ড বন্ধ হয়ে যাবে, কড়া নির্দেশ কেন্দ্রের ! চালু রাখতে এই কাজ করুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আপনার প্যান কার্ড (PAN Card) কি এনরোলমেন্ট আইডির মাধ্যমে তৈরি করা? তাহলে আজ থেকেই সতর্ক হোন। কারণ সময় মত যদি আধার নাম্বার আপডেট না করা হয়, তাহলে আপনার প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবই আটকে যেতে পারে। হ্যাঁ, এমনকি স্যালারির টাকাও বন্ধ হয়ে যেতে পারে। 

সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যারা ১লা অক্টোবর, ২০২৪ এর আগে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড তৈরি করেছেন, তাদের অবশ্যই ৩১শে ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে আধার নম্বর জমা দিতে হবে। নাহলে তারা ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

আধার আপডেট না করলে কী হবে?

প্রথম কথা আপনি যদি আধার আপডেট না করেন, তাহলে আপনার প্যান কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আর একবার যদি প্যান কার্ড বন্ধ হয়ে যায়, তাহলে এর প্রভাব পড়তে পারে সমস্ত জায়গায়। যেমন-

  • ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। 
  • সেলারির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, অথবা টাকা তুলতে পারবেন না। 
  • ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় সমস্যা সৃষ্টি হবে। 
  • জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন সমস্যা।

এক কথায় আধার লিঙ্ক না করা প্যান কার্ড মানে আপনার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসা। 

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন