Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে শুধুমাত্র স্নাতকোত্তর পাস যোগ্যতায় জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে পারবে সারা রাজ্য থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।
আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) :
আমরা এই প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছি সেটি প্রকাশিত হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তরফ থেকে।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে ‘জুনিয়ার রিসার্চ ফেলো (JRF)’ পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
উল্লেখিত JRF পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের মাইক্রোবায়োলজি, জীবন বিজ্ঞান, বায়োটেকনোলজি এর মত সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী পাস থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা (Others Criteria) :
চাকরি পেট থেকে রিচার্জ এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে। যথেষ্ট ভালো লেখার এবং কথা বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও NET-LS Score অথবা GATE পাস করে থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
বয়সসীমা (Age Limit) :
উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 25 বছর। কিন্তু যেহেতু এটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, তার জন্য যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন। তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (Salary Structure) :
নিযুক্ত প্রাণীদের প্রতি মাসে বেতন হিসেবে 25,000 টাকা দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে শুধুমাত্র 1টি পদেই JRF নিয়োগ করা হচ্ছে।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে। তার জন্য প্রথমে নিজের বায়োডাটা এবং তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সমস্ত রকম বিবরণ এবং অন্যান্য সকল প্রয়োজনই নথিপত্র গুলিকে একটি পিডিএফ আকারে সাজাতে হবে। তারপর সেটিকে নিচে উল্লেখিত email আইডিতে নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।
আবেদন পাঠানোর ইমেইল আইডি (E-mail ID for Application Submission) :
চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদনপত্র পাঠাবে নিচে উল্লেখিত এই ইমেইল আইডিতে –
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ ঠিকানা (Interview Venue) :
এই ইন্টারভিউ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে 5th Floor, Tower 1, Institute of Health Science, Kolkata এই ঠিকানায়।
ইন্টারভিউ তারিখ (Interview Date) :
এই ইন্টারভিউ টি নেওয়া হবে আগামী 17.04.2025 তারিখে।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন