TCS-এ প্রচুর কর্মী নিয়োগ অতিসত্বর, লাখ লাখ তরুণের মুখে হাসি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

tata-technologies

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে চাকরির বাজারে যখন একের পর এক সংস্থা নিয়োগ হ্রাস পাচ্ছে, ঠিক এই সময় ভারতের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংস্থা TCS (Tata Consultancy Services) ২০২৫ সালে বিশাল ফ্রেশার নিয়োগের ঘোষণা করে সকলের দৃষ্টি আকর্ষণ করলো। এই সংস্থার তরফ থেকে জানিয়েছে তারা আগামী অর্থবছরে প্রায় ৪২,০০০ নতুন ফ্রেশার নিয়োগ করতে চলেছে ।

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

এই ঘোষণা অবশ্যই দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কাছে আশার আলো জাগিয়েছে। বিশেষ যারা দীর্ঘদিন ধরে এই সংস্থার চাকরির অপেক্ষায় রয়েছে অথবা যারা সংশ্লিষ্ট বিভাগের চাকরির জন্য পড়াশোনা শেষ করছেন। তাহলে অবশ্যই শেষ অবধি পড়বেন আরও বিস্তারিত জানতে


TCS-এর এই নিয়োগের উদ্দেশ্য  কী?

TCS-এর মানবসম্পদ (HR) প্রধান মিলিন্দ লাখার জানিয়েছেন, ভবিষ্যতের প্রযুক্তিগত চাহিদা পূরণের লক্ষ্যেই এই বিশাল নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে বিশ্বে ডিজিটাল রূপান্তর হচ্ছে সঙ্গে ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং জেনারেটিভ AI-এর মতো প্রযুক্তির চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। এসব ক্ষেত্রেই দক্ষ কর্মী প্রয়োজন এবং TCS সেই লক্ষ্যেই এগোতে চাইছে।

তিনি আরও জানায়েছেন “আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। ভবিষ্যতে দক্ষতার ভিত্তিতে নিয়োগ করা হবে এবং প্রশিক্ষণ ও বিকাশের সুযোগও দেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে তরুণ প্রতিভাদের আগাম প্রস্তুত করা। এর কারন হলো তরুণেরা আগামী দিনের ডিজিটাল বিশ্বে নেতৃত্ব দিতে পারে।”


সুযোগ নিতে যোগ্যতার মাপকাঠি ?

এই নিয়োগের জন্য আবেদন করতে নিচের যোগ্যতার মাপকাঠি থাকা দরকার :

  • যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বা শেষ বর্ষে আছেন তারা সুযোগ পেতে চলেছেন
  • যারা BCA, MCA পাস করেছেন বা করবেন
  • এছাড়াও যারা রয়েছে ক্লাউড, AI, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটির উপর দক্ষতা বা প্রশিক্ষণ
  • যাদের ভালো প্রোগ্রামিং স্কিল রয়েছে (Java, Python, SQL ইত্যাদি) তারাও আবেদন জানানোর সুযোগ পাবেন

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন