ফের ভূমিকম্প !

By Bangla News Dunia Dinesh

Published on:

earthquake

Bangla News Dunia, Pallab : ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan Earthquake)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। শনিবার দুপুরে পাকিস্তানের ভূমিকম্পের রেশ পড়েছে ভারতেও। মৃদু কম্পন অনুভূত (Tremors) হয়েছে জম্মু ও কাশ্মীরেও (Jammu & Kashmir)। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশের নাগরিকদের মধ্যে।

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টা নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয় পাকিস্তানে। কম্পনের উৎসস্থল ছিল ইসলামাবাদের খুব কাছেই। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। পাকিস্তানের পাশাপাশি কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও। যদিও ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়ায় পরবর্তীতে একাধিক আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলত ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত হওয়ায় পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশের তালিকাতেই পড়ে। সেজন্য এর আগেও একাধিকবার ভূমিকম্পের কবলে পড়েছে প্রতিবেশী দেশটি। বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালটিস্তান ইউরেশিয়ান প্লেটের দক্ষিণে অবস্থিত। অন্যদিকে, সিন্ধু, পঞ্জাব, পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। যার ফলে এই অঞ্চলগুলিতে তীব্র ভূমিকম্পের আশঙ্কাও বেশি।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন