“৩০ দিনের মধ্যে…’ দেশে থাকা বিদেশিদের কী হুঁশিয়ারি ট্রাম্পের ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সমস্ত বিদেশি নাগরিকেরা আমেরিকায় ৩০ দিনের বেশি সময় ধরে রয়েছেন তাঁদের নাম নথিভুক্ত করতে হবে সরকারি খাতায়। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানান হয়েছে। বিবৃতিটিতে বলা হয়েছে, ‘আমেরিকায় ৩০ দিনের অধিক সময় ধরে রয়েছেন এমন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রীয় সরকারের খাতায় নাম নথিভুক্ত করাতে হবে। অন্যথায় তাঁকে অপরাধী হিসেবে গন্য করে জরিমানা করা হবে, হতে পারে জেলও।’

আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে

‘এলিয়েন রেজিস্ট্রেশন আইন’(‘Alien Registration Act’)-এর আওতায় এই নাম নথিভুক্ত করার নির্দেশটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমনটা যদি না করা হয় তবে তাঁদের দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। তাঁদের পক্ষে পুনরায় আমেরিকায় আসার পথ বন্ধও হয়ে যেতে পারে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প এবং হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের সচিব ক্রিস্টি লিন আর্নল্ড নোম বেআইনি অভিবাসীদের নিয়ে খুব কড়া। এখনই বেরিয়ে যান, নিজে থেকে বেরিয়ে যান।’

বিবৃতিটিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নিজে থেকে বেরিয়ে গেলে তাঁর ওপর অপরাধী তকমা লাগবে না। পরবর্তীতে আমেরিকায় ফেরার সুযোগও মিলতে পারে। অন্যথায় আর্থিক জরিমানা থেকে জেল পর্যন্ত হতে পারে। তবে যারা এইচ-১বি (H-1 B) ভিসায় মার্কিন মুলুকে রয়েছেন তাঁদের ওপর এই নির্দেশ কার্যকর হবে না বলেই জানা গিয়েছে। তবে এইচ-১বি ভিসা থাকা সত্বেও কারও যদি চাকরি চলে যায় তবে তাঁকেও নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড়তে হবে আমেরিকা। না হলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। যেসব পড়ুয়ারা আমেরিকায় এইচ-১বি ভিসাতে রয়েছেন তাঁদেরও এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন