দুধ খাওয়ার পরই জানা গেল ছাগলের বাচ্চার আসল মালিক, হতভম্ব পুলিশ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পুলিশের সামনে মামলার পর মামলা আসে, কিন্তু এমন ঘটনা? শনিবার কানপুরের কল্যাণপুর থানায় ঘটল এক বিরল ও মজার ঘটনা, যা উপস্থিত সকলকে চমকে দেওয়ার পাশাপাশি হাসির খোরাকও জুগিয়েছে।

ঘটনাটি ঘটে কল্যাণপুর থানার ‘সমাধান দিবস’-এ। অভিযোগকারীরা ছিলেন দুই মহিলা— চন্দ্রা দেবী ও মীনা কুমারী। দু’জনেই দাবি করেন, একটি ছাগলের বাচ্চা তাঁদের ছাগলেরই সন্তান। কিন্তু ছাগলের বাচ্চাটির রঙ সাদা ও কালো— একেবারে মধ্যম পন্থা! চন্দ্রার ছাগল সাদা, মীনার ছাগল কালো। কে আসল মা?

বিতর্ক চরমে ওঠে। ফলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে ছাগল ও ছাগলের বাচ্চাসহ থানায় নিয়ে আসে। থানার ইন্সপেক্টর সুবোধ কুমার এই অদ্ভুত ‘মা-সন্তান মামলা’ দেখে সিদ্ধান্ত নেন— যেহেতু কথায় সমাধান হচ্ছে না, তখন পশুর স্বাভাবিক প্রবৃত্তিকেই বিচারকের আসনে বসানো যাক!

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন