Bangla News Dunia, Pallab : এবার শুধু সরকারি কর্মীরাই পেনশন পাবে না, বরং দেশের প্রতিটি নাগরিক অবসর জীবনে পেনশন পাবে। সম্প্রতি কেন্দ্র সরকার এক গুরুত্বপূর্ণ মন্তব্যের ইঙ্গিত দিয়েছে। যেখানে ইউনিফাইড পেনশন স্কিম (UPS Scheme) ভবিষ্যতে সকলের জন্যই চালু করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। ফলে শুধু সরকারি কর্মচারী নয়, বরং এখন সাধারণ মানুষ বা বেসরকারি কর্মচারীরাও পেতে পারে পেনশন।
আরো পড়ুন : মুর্শিদাবাদে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
UPS স্কিম আসলে কী?
২০২৪ সালের ১লা এপ্রিল থেকে চালু হয় ইউনিফাইড পেনশন স্কিম (UPS Scheme)। বর্তমানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই স্কিম প্রযোজ্য। এই স্কিমের সবথেকে বড় বৈশিষ্ট্য হল, অবসরের সময় শেষ ১২ মাসের গড় বেতনের ৫০% নির্দিষ্ট পেনশন হিসেবে পাওয়া যায়। অর্থাৎ, আপনার পেনশন কত হবে, তা আপনার বিনিয়োগের উপর নয়, বরং নির্ভর করবে আপনার কর্মজীবনের শেষ দিকে বেতন কত তার উপর।
NPS-এর সঙ্গে পার্থক্য কোথায়?
বর্তমান সময়ে চালু থাকা ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) আপনার বিনিয়োগের উপর পেনশন নির্ভর করে। পাশাপাশি বাজারে সেই বিনিয়োগের রিটার্ন কেমন, এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করেই পেনশন দেওয়া হয়। কিন্তু এখানে পেনশনের কোন রকম গ্যারান্টি নেই। বাজার পড়ে গেলে পেনশন কমেও যেতে পারে। তবে সেই তুলনায় UPS স্কিম গ্যারান্টি রিটার্ন দিচ্ছে, যা সাধারণ মানুষের কাছে ভরসা আরেক নাম।
আরও পড়ুন : এই ৫ সস্তার খাবার ভিটামিন সি-এর ভাণ্ডার, শরীরকে রোগমুক্ত রাখে
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন