Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের একবার প্রাণনাশের হুমকি সলমন খানকে ৷ এবার হুমকি দেওয়া হয়েছে মেসেজের মাধ্যমে ৷ কড়া ভাষায় মেসেজে লেখা, “এবার বাড়িতে ঢুকে মারব ৷ বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব ৷” মুম্বইয়ের ওরলির ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হুমকি মেসেজ আসে বলে জানা গিয়েছে ৷ কড়া ভাষায় ভাইজানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, বাড়িতে ঢুকে খুন করা হবে তাঁকে ৷ শুধু তাই নয়, বোমা মেরে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই ওরলি থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ মেসেজ কোথা থেকে এসেছে, এর পিছনে কে রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷
বিগত সময়ে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান ৷ এমনকী, তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে ৷ কিন্তু কখনও এই বিষয়ে মুখ খোলেননি ভাইজান ৷ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বারবার সলমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে ৷ ‘সিকন্দর’ ছবির প্রচারে প্রথমবার এই বিষয়ে মুখ খোলেন অভিনেতা ৷ ডিসিপি ডিভি. কাম্বলে জানিয়েছেন, ওরলি থানায় ভারতীয় ন্যায় সংহিতার 118/25 ধারা, 351(2)(3)-এর অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।
পাশাপাশি, বান্দ্রা পশ্চিমে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের প্রথম তলার গ্যালারিটি বুলেটপ্রুফ কাচের দেয়াল ঢেকে দেওয়া হয়েছে। এছাড়াও, বাড়ির জানালা এবং দরজাগুলিও বুলেটপ্রুফ কাচ দিয়ে আগেই সুরক্ষিত করা হয়েছে। এর আগে ট্রাফিক পুলিশ হেল্পলাইনে একাধিকবার সলমন খানের প্রাণনাশের হুমকি ফোন এসেছে ৷ এমনকী, তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংও ৷
‘সিকন্দর’ ছবির প্রোমোশনের সময় সুপারস্টারকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনি যে মৃত্যুর হুমকি পাচ্ছেন তাতে কি ভয় পাচ্ছেন? প্রতিক্রিয়ায় সলমন ওপরের (আকাশ) দিকে ইঙ্গিত করে বলেন, “ঈশ্বর, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। যতটা জীবন লেখা আছে ততদিনই বাঁচব ৷ কখনও কখনও আমাদের এত লোককে সঙ্গে নিয়ে চলতে হয়, তখন সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।” কিছুদিন আগেই ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে সলমনের ‘সিকন্দর’ ছবি ৷ বক্সঅফিসে সেই ছবি মোটামুটি ব্যবসা করেছে ৷ গ্লোবালি 200 কোটি টাকার বেশি আয় করেছে এই ছবি ৷
আরও পড়ুন:- ভিন রাজ্যের অশান্তির ছবি দেখিয়ে মুর্শিদাবাদের নামে প্রচার করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের
আরও পড়ুন:- ওষুধে ৫০% থেকে ৯০% ছাড় । কোন জায়গা থেকে কিনবেন দেখুন