জীবনে সুখ ও সমৃদ্ধি চান ? দেখুন গুরুত্বপূর্ণ বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- জীবনে সুখ ও সমৃদ্ধি চান ? তাহলে মেনে চলতে হবে বাস্তু – র নিয়ম। দেখুন এক নজরে ——-

১. বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা খুব শুভ।

বাড়ির বাস্তুতন্ত্র অনুযায়ী মেনে চলুন এই ১০ টি নিয়ম

২.  আপনার টাকা রাখার স্থান সব সময়ে দক্ষিণ দিকে হওয়া উচিৎ। তবে মুখ হবে উত্তরের দিকে ফেরানো।

৩. বাড়িতে দরজা দেওয়া তাক থাকে তার দরজা এমন ভাবে করবেন যেন তা খোলার সময়ে উত্তর দিক করেই খোলে।

৪. যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময়ে শব্দ হয় তাহলে তা শুভ নয়। তাই নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয়।

৫. ঘুমোবার সময় উত্তর দিকে মাথা দিয়ে একে বারেই ঘুমোবেন না। শরীর খারাপ হয়।

৬. বাড়ির দক্ষিণ- পূর্ব কোণে কখনই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই। থাকলে তা সরিয়ে দিন। রাখুন পশ্চিম মুখী করে।

৭. বাড়ির উত্তর- পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা বা পরিষ্কার রাখুন। এখানে নোংরা ফেলা বা কোনো নির্মাণ করবেন না।

৮. বেডরুমে বিছানা পাতার সময়ে মনে রাখবেন যেন খাটের উপর বিম না থাকে। এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়।

৯. রান্না ঘর দক্ষিণ পূর্ব দিকে হলে ভালো।

আরো পড়ুন :- Daily Horoscope : ৩ রা এপ্রিল শনিবার আজ কি আছে আপনার ভাগ্যে দেখুন একনজরে

১০. আর বাড়িতে অবশ্যই লক্ষী নারায়ান বা গণেশ দেব এর ছবি রাখুন।

এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।

Highlights

1. জীবনে সুখ ও সমৃদ্ধি চান ? 

2. এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন

#Astro Tips #Vastu 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন