Bangla News Dunia, Pallab : ভারতের টেলিকম দুনিয়ায় এবার ঝড় তুলতে তুলেছে মুকেশ আম্বানির জিও। তারা গ্রাহকদের জন্য এবার এমন একটি অফার (Jio Offer) নিয়ে এসেছে, যা শুনলে চোখ কপালে উঠবে। মাত্র একবার রিচার্জ করলেই মিলবে ৩০ দিনের জন্য বিনামূল্যে ইন্টারনেট এবং কলিং এর সুবিধা। হ্যাঁ একদম ঠিকই পড়েছেন।
এই অফারে একটানা এক মাস বিনা খরচে ব্রডব্যান্ড ব্যবহার করতে পারবেন এবং আনলিমিটেড কলিং সবই পাবেন। কিন্তু কীভাবে পাবেন এই অফারের সুবিধা? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
কি এই নতুন অফারটি?
আসলে Jio Fiber এবং Jio AirFiber-এর যে সমস্ত গ্রাহক বার্ষিক অর্থাৎ ১২ মাসের জন্য রিচার্জ করেন, তারা অতিরিক্ত ৩০ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট এবং কলিং এর সুবিধা পাবেন। আর এই অফার শুধুমাত্র বার্ষিক রিচার্জের জন্যই প্রযোজ্য হবে। মাসিক রিচার্জ করা গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন না।
অফারের অন্তর্গত প্ল্যানগুলি কী রয়েছে?
Jio Fiber এবং Jio AirFiber দুটি পরিষেবার মধ্যেই বিভিন্ন গতির প্ল্যান রয়েছে। আপনি আপনার প্রয়োজন মত একটি প্ল্যান বেছে নিতে পারেন। প্ল্যানগুলি হল-
- ৩০ Mbps
- ১০০ Mbps
- ১৫০ Mbps
- ৩০০ Mbps
- ৫০০ Mbps
- ১ Gbps
এই প্ল্যানগুলির মধ্যে আপনি যেকোন একটি প্ল্যান রিচার্জ করলেই এক মাস একদম ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, ১২ মাসের জন্য রিচার্জ করতে হবে।
প্ল্যানের দাম কত?
Jio AirFiber এর বার্ষিক প্ল্যানের রেঞ্জ মূলত ৩০ Mbps এর জন্য ৭১৮৮ টাকা এবং ১ Gbps এর জন্য ৪৭,৯৮৮ টাকা। তবে মাসিক প্ল্যানের এর দাম খুবই সীমিত। যারা ৩০ Mbps প্ল্যান ব্যবহার করেন তাদেরকে ৫৯৯ টাকা রিচার্জ করতে হবে এবং যারা ১ Gbps প্ল্যান ব্যবহার করবেন তাদেরকে ৩৯৯৯ টাকা রিচার্জ করতে হবে। তবে মনে রাখবেন, এই প্ল্যান রিচার্জ করার সময় ১৮% অতিরিক্ত জিএসটি প্রদান করতে হবে।