Bangla News Dunia , দীনেশ : নৈহাটির বড়মা-র কাছে পুজো দিতে গেলেন যশ-নুসরত। হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে পুজো দেন দুই অভিনেতা অভিনেত্রী। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে অভিনীত ছবি ‘আড়ি’। তাই ছবি মুক্তির আগে নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিলেন বলে খবর। যশ-নুসরতের পুজো দেওয়ার ভিডিও ভাইরাল হতেই নানান তীর্যক মন্তব্য করেছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, চলতি মাসেই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এবার ছবি মুক্তির আগে নৈহাটির বড়মা-র কাছে পুজো দিতে গেলেন যশ-নুসরত। তাঁদের পুজো দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সালোয়ার ও গোলাপি রঙের কামিজ পরে মন্দিরে যশ দাসগুপ্তের সঙ্গে মন্দিরে ঢুকছেন নুসরত। হাতে দুজনেরই পুজোর ডালা। তাঁরা পাশাপাশি দাঁড়িয়ে পুজো দেন মন্দিরে। পুজো শেষে তাঁদের কপালে পুরোহিত মশাই তিলক পরিয়ে দেন। তবে কেবল যশ-নুসরত নন, তাঁদের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ‘আড়ি’ ছবির পরিচালক জিৎ চক্রবর্তীও। আচমকা নায়ক-নায়িকাকে দেখে বড়মার মন্দিরে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন’
তাঁদের পুজো দেওয়ার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানান তীর্যক মন্তব্য করেন। একজন লেখেন, ‘এঁরা দেখি ইদও পালন করে, আবার পুজোও করে, ভাই এঁরা হিন্দু না মুসলিম?’ আর একজন লেখেন, আর একজন লেখেন, ‘জয় বড় মা। বড়মার আশীর্বাদ কখনও বিফলে যায় না। খুব ভালো এবং সুপার ব্লকবাস্টার সিনেমা হবে ‘আড়ি’। জয় বড় মা।’
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন
প্রসঙ্গত, বুধবার ‘আড়ি’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিটি প্রযোজনার দায়িত্বেও রয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মস। এই ছবিতে যশের মায়ের চরিত্রে দেখা যাবে মৌসুমি চট্টপাধ্যায়কে। এই ছবি মূলত মা-ছেলের গল্প বলবে। তবে কেবল মা নয়, এই ছবির মাধ্যমে যশ-নুসরত সব মা-বাবাদের সম্মান জানাতে চান। নুসরত বলেন, ‘আমরা কাজে এতটা ব্যস্ত হয়ে যাই যে মা-বাবাকে সেই ভাবে গুরুত্ব দিই না। কারণ মনে হয় ওঁরা তো মা-বাবা, ওঁরা আমাদের বুঝবে। এটা নিয়েই আমাদের ছবির গল্প। আশা করছি বক্স অফিসে সাড়া ফেলবে।’ চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি।
আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন