জোর করে মহিলার হিজাব খোলার প্রতিবাদ করায় প্রহৃত হিন্দু যুবক, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের একাধিক জায়গায় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ চলছে। এরইমধ্যে সামনে এল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একজন মহিলার হিজাব জোর করে খুলে দিচ্ছেন বেশ কয়েকজন ব্যক্তি। মোবাইলে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়েছে। যা ঝড়ের গতিতে ভাইরাল। জানা গেছে, এই ভিডিওটি গত মঙ্গলবারের। উত্তরপ্রদেশের মুজাফরনগরের এই ভিডিও সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলার হিজাব জোর করে খুলে দিচ্ছে কয়েকজন। তারা ঘিরে রয়েছে মহিলাকে। সেই মহিলার সঙ্গে এক যুবকও ছিলেন। তিনি হিজাব খুলতে বাধা দিচ্ছেন। তবে তাতে কাজ হয়নি। তাকেও হেনস্থা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা যায়, মুজাফরনগরের খালাপাড়ে গিয়েছিলেন সেই মহিলা ও যুবক। লোনের টাকা উদ্ধার করা ছিল তাঁদের লক্ষ্য। কিন্তু স্থানীয়রা তাঁদের ঘিরে ধরে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে।

পুলিশ সূত্রে খবর, মহিলার নাম ফারহিন, সচিন নামে ওই হিন্দু যুবকের বাইকে চড়ে এলাকায় গিয়েছিলেন। একটি লোন প্রদানকারী সংস্থার হয়ে কাজ করেন তাঁরা। কাজের সূত্রেই গিয়েছিলেন ওই এলাকায়।

জানা যায়, ওই এলাকার এক ব্যক্তি ঘটনার ভিডিও মোবাইলে বন্দি করে ভাইরাল করে দেন। আর তখনই খবর যায় স্থানীয় থানায়। পুলিশ আসে ঘটনাস্থলে। যুবক ও যুবতীকে থানায় উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

মুজাফরনগরের পুলিশের এক আধিকারিক জানান, ওই যুবক ও যুবতী যখন নিজেদের কাজ সেরে ফিরছিলেন তখনই এলাকার কয়েকজন তাঁদের ঘিরে ধরে। অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার ভিডিও তাঁদের হাতে এসেছে। কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:- পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড লোন! জানুন কোন ঋণে আপনাকে কম সুদ গুনতে হবে?

আরও পড়ুন:- সমুদ্রের তলায় ১২ হাজার বছর পুরনো পিরামিড, ইতিহাস কি বদলে যাবে ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন