Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাঙালির বারো মাসে তের পার্বণ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ (Noboborsho)। কথায় বলে ‘মর্নিং শোজ দ্য ডে’। তাই বছরের এই প্রথম দিনটা বিশেষ ভাবে উদযাপন করেন সকলে। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে, বৈশাখ (Baisakh) মাসকে বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করে, তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত করে। বিশ্বব্যাপী বাঙালিরা নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান।
১৪৩২ বাংলা বছর শুরু হচ্ছে। সকলেই নতুন বছরের জন্য অপেক্ষা করে থাকেন। নতুন বছর জীবনে কী নিয়ে আসবে, তা জানতে আগ্রহী সবাই। জ্যোতিষীদের মতে, নতুন বছরটি কিছু মানুষের জন্য দারুণ হবে, আবার কিছু মানুষকে এই সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। জানুন ১২ রাশির ১৪৩২-এর বার্ষিক রাশিফল।
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য গর্বিত হবেন। সরকারি কর্মচারীদের পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ। ব্যবসায় ভাল সুযোগ। গ্যাসস্ট্রিক ও নার্ভের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুর সাহায্য নিয়ে পরিবারের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।
বৃষ /TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
ব্যবসায় উন্নতির যোগ। বহু মানুষের সঙ্গে যোগাযোগ থাকায় তাদের সহযোগিতা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে আর্থিক উন্নতি। চাকরিক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। শিক্ষাক্ষেত্রে ভাল ফলের আসা। লিভার, পেটের রোগ ও পায়ের তলায় কোনও সমস্যা দেখা দিতে পারে।
মিথুন/GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
চাকরিতে পদোন্নতিতে বিলম্ব হলেও, বছরের মধ্যভাগে তা দূর হবে। কোনও নতুন ব্যবসায় হাত না দেওয়াই ভাল। চাকরিক্ষেত্রে উন্নতি ও সুখ্যাতির যোগ দেখা দেবে। মিথুনের এই বছর শরীর মোটামুটি ভাল থাকবে। স্ত্রীয়ের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। লটারিতে প্রাপ্তি যোগ। রক্তচাপ- সর্দি-কাশী রোগে ভোগার সম্ভাবনা রয়েছে।
কর্কট/CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
বছরের প্রথমদিকে ব্যবসায় চাপ থাকলেও পরবর্তী সময়ে উন্নতির সম্ভাবনা দেখা দেবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও পরিবর্তন আসতে পারে। চাকরিসূত্রে বদলীর সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রে শুভদায়ক। দূর ভ্রমণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সাহিত্য- সংস্কৃতি জগতের সঙ্গে যুক্তদের শুভফল দেখা দেবে। নতুন ব্যবসা ও নতুন চাকরিক্ষেত্রে শুভ যোগ দেখা দিচ্ছে। সন্তানের কৃতিত্বের যশ বৃদ্ধি। বছরের শেষ দিকে সাবধানে থাকবেন।
সিংহ/LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
মাধে মধ্যে ক্রোধী হয়ে পড়ায় সমস্যা দেখা দিতে পারে। এবছর অর্থ অবস্থা ভাল থাকবে। ব্যবসায় চাহিদা অনুযায়ী যোগানের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। সন্তানের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ায় চিন্তার কারণ হবে। তবে সমস্যা কাটিয়ে উঠবেন। সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন। গ্যাস্ট্রিকের সমস্যা ও শরীরের উপরের অংশে নার্ভের সমস্যা দেখা দিতে পারে।
কন্যা/VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
ব্যবসাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে সমস্যা আসবে। তবে মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে গেলে, সমস্যার সমাধান হবে। সাংসারিক সমস্যা বৃদ্ধি পাবে। চাকরিক্ষেত্রে প্রবীণদের সঙ্গে মতবিরোধ হওয়া স্বাভাবিক। দাম্পত্জীবনে আলাপ- আলোচনার মাধ্যমে সমস্যা দূর হবে। ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষালাভের যোগ আছে। ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। ঠাণ্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে।
তুলা/LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
কাজে অগ্রগতি হলেও আশানুরূপ ফল লাভ হবে না। বছরের মাঝামাঝি ব্যবসায় উন্নতির সম্ভাবনা। চাকরিক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসলেও তা কাটিয়ে উঠবেন। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাব আর্থিক উন্নতি ঘটাতে পারে। দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন। কাছের আত্মীয়র অসুস্থতা বৃদ্ধির সম্ভাবনা।
বৃশ্চিক/SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
পারিবারিক ও কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। তবে ধৈর্য্য সহকারে সহনশীলতার মাধ্যমে সমস্যার মোকাবিলায় সক্ষম হবেন। বন্ধু- বান্ধবের অন্যাচরণের প্রতিবাদ করলে মনোমালিন্য দেখা দেবে। ব্যবসা ও চাকরিক্ষেত্রে উন্নতির লক্ষণ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে।
ধনু/SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
এবছর উপার্জন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে। বাবা- মায়ের সহযোগিতা না পেলেও ভাই-বোনেদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সন্তানদের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ায় অহেতুক সমস্যার সৃষ্টি হবে। ঠাণ্ডা লাগতে পারে তাই সতর্ক থাকুন। গ্যাসট্রিকের সমস্যা দেখা দিতে পারে।
মকর/CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
কাজ- কর্মের অগ্রগতি হলেও আশারূপ ফল পাবেন না। চাকরিক্ষেত্রে উন্নতিতে বিলম্ব হলেও বছরের শেষে তা ফলপ্রসূ হবে। নতুন কোনও ব্যবসায় হাত দেবেন না। বিয়ের বাধা আসলেও মাঘ মাসের পরে শুভ যোগাযোগ হবে। পরীক্ষায় আশানুরূপ ফল লাভ হবে। শরীরে কোনও অসুস্থতার ইঙ্গিত পেলে তা সমাধানে দেরি করবেন না। পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ অশান্তির কারণ হবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা।
কুম্ভ/AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
আত্মবিশ্বাসী ও পরিশ্রমী মনোভাবের দ্বারা সমাজে উন্নতি করবেন। নিজের পেশায় ও চাকরিক্ষেত্রে উন্নতি ঘটবে। তবে বিশেষ কোনও ক্ষেত্রে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। বড়দের স্নেহ ও সহযোগিতা পাবেন। নার্ভের সমস্যা দেখা দিতে পারে, তাই সাবধানে থাকতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
মীন/PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)
আর্থিক সমস্যার সম্ভাবনা রয়েছে। বন্ধুর থেকে প্রতারিত হতে পারেন। ধার- দেন হতে পারে, তাই সাবধান। সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্য জীবনে সুখের সন্ধান পাবেন। চাকরিক্ষেত্রে মতবিরোধ দেখা দিতে পারে। নিজের পরিশ্রম দ্বারা উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। বিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা। শরীরের যত্ন নিতে হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। বাংলা নিউস দুনিয়া এটি নিশ্চিত করে না।)
আরও পড়ুন:- পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড লোন! জানুন কোন ঋণে আপনাকে কম সুদ গুনতে হবে?
আরও পড়ুন:- সমুদ্রের তলায় ১২ হাজার বছর পুরনো পিরামিড, ইতিহাস কি বদলে যাবে ?