গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ করতে চলেছে ICMR , ক্লার্ক-টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : সম্প্রতি Indian Council of Medical Research (ICMR) এর তরফ থেকে প্রকাশিত হয়েছে দুর্দান্ত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে। যেখানে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ থেকে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

নিয়োগকারী সংস্থা : Indian Council of Medical Research (ICMR)

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়ম করা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এখানে আবেদন করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে কমপক্ষে 55% নম্বর নিয়ে। শুধুমাত্র টেকনিশিয়ান টেকনোলজি বিষয়ে এক বছরের ডিপ্লোমা ডিগ্রী করা থাকতে হবে টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে।

বয়সসীমা (Age Limit) :

আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত জাতি প্রার্থীরা সংরক্ষিত শ্রেণি রয়েছেন তারা সরকারি নিউমোনিজয়ের বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 18,000 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীর এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি এই নিয়োগের প্রকাশিত হয়নি, তার জন্য সঠিক আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে আপনাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই আমরা সঠিক আবেদন পদ্ধতি এবং বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে সাধারণত লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষা অথবা ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন