ট্রাম্পের শর্ত মানতে নারাজ, হার্ভার্ডকে অর্থ সাহায্য বন্ধ মার্কিন প্রশাসনের

By Bangla News Dunia Dinesh

Published on:

Donald Trump

Bangla News Dunia, Pallab : হার্ভার্ডের ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ দমনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কিছু শর্ত দিয়েছিল হোয়াইট হাউস। তা প্রত্যাখ্যান করায় সোমবার হার্ভার্ডকে ২.২ বিলিয়ন ডলারের অর্থ সাহায্য স্থগিত করেছে মার্কিন প্রশাসন। পাশাপাশি ৬০ মিলিয়ন ডলারের সরকারি চুক্তিও স্থগিতের ঘোষণা করা হয়েছে।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে আমেরিকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। তাতে অংশ নিয়েছে পড়ুয়ারা। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বন্ধে কী কী করণীয়, সে বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছিল সরকারের তরফে। ৩ এপ্রিল হার্ভার্ডের প্রশাসনিক ব্যবস্থা, নিয়োগ পদ্ধতি, ভর্তি পদ্ধতিতে পরিবর্তন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্ক্রিনিংয়ের জন্য অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার শর্ত দেয় ট্রাম্প প্রশাসন। যদিও তা মানেনি হার্ভার্ড কর্তৃপক্ষ। তারপরই তাদের ২.২ বিলিয়ন ডলারের অর্থ সাহায্য স্থগিত করেছে হোয়াইট হাউস।

ট্রাম্প প্রশাসনের নয়া শর্তাবলির বিরোধিতা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন গার্বারের বক্তব্য, ওই সমস্ত শর্ত মানলে শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতার সঙ্গে আপোস করা হবে। শর্তগুলি সাংবিধানিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন