প্রিয়াংকার স্বামীকে তলব করল ইডি ! প্রবল চাপে গান্ধী পরিবার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : প্রিয়াংকা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে (Robert Vadra) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি (ED)। মঙ্গলবার সকালে দিল্লিতে (Delhi) নিজের বাসভবন থেকে পায়ে হেঁটে ইডির দপ্তরে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা। জমি কেলেঙ্কারিতে আর্থিক তছরুপের অভিযোগে নাম জড়াতেই এদিন ইডির দপ্তরে ডাক পড়েছে রবার্ট বঢরার।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

গুরগাঁও-এর শিখপুরে একটি জমি ২০০৮ সালে সাত কোটি টাকায় কিনেছিলেন রবার্ট বঢরা। সেই জমি কয়েক বছর পর ৫৮ কোটি টাকায় বিক্রি করেছিলেন ডিএলএফ (DLF) নামক এক সংস্থাকে। অন্যদিকে, চলতি মাসেও এই ঘটনার জন্য রবার্টকে ডেকে ছিল ইডি আধিকারিকরা। কিন্তু ইডির তলবে সাড়া না দেওয়ায় এদিন ফের তাঁকে ডাকা হল।

ইডির দপ্তরে প্রবেশ করার আগে সংবাদ মাধ্যমের সামনে রবার্ট বলেন, ‘ইডির এই বারংবার তলব আসলে ষড়যন্ত্রমূলক রাজনীতিরই নিদর্শন। কেন্দ্র সরকার তদন্তকারী সংস্থাগুলিকে নিজেদের সুবিধার্থে যেমন ভাবে পারছে ব্যবহার করছে। গত দুই দশকে আমাকে ১৫ বার তলব করেছে। যার ভিত্তিতে আমি এই মামলা সংক্রান্ত প্রায় ২৩ হাজার নথি জমা দিয়েছি। ওরা আমাকে চুপ করাতে চাইছে। যখনই আমি মানুষের জন্য কথা বলছি। তাদের নিত্য সমস্যা শুনছি, তখনই ওরা আমার উপর চাপ তৈরির চেষ্টা করছে। এমনকি, রাহুলের মুখ বন্ধ করা থেকেও বিরত থাকছে না।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন