Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আকাশে আবারো ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। চৈত্র মাসের শেষ প্রান্তে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও বঙ্গবাসীদের বৈশাখের শুরুতেই আবারো ফের ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি দেখা দিতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন
দক্ষিণবঙ্গের জন্য বিশেষ সতর্কতা, ঝড়ের গতি হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টা!
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলা গুলিতে বিকেল থেকে সন্ধ্যার দিকে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ও কলকাতা শহর সহ (যেমন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া) বড়সড় ঝড়ের আশঙ্কা না থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গেও আসছে পরিবর্তন, বুধবার থেকে তীব্র বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণ বঙ্গ শান্ত হতে না হতেই এদিকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়তে চলেছে আবহাওয়ার প্রভাব। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা সহ সব জেলাতেই আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং বৃষ্টির মাত্রাও বেড়ে যেতে পারে।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন