Bangla News Dunia, Pallab : স্বাভাবিক ছন্দে ফিরছে নবাবের শহর মুর্শিদাবাদ (Murshidabad)। নববর্ষের সকালে কিছুটা পুরোন মেজাজ চোখে পড়ল শহর আনাচে-কানাচে। কোথায় খুলল মিষ্টির দোকান, কোথায় আবার খুলেছে কাপড়ের দোকান, আবার দেখা গেল তিনটি ওষুধের দোকানও খোলা। কাজে ফিরলেন বিড়ি শ্রমিকেরাও। সব দোকানে ক্রেতার সংখ্যা একেবারে হাতেগোনা। তবে নিজের শহরকে একটু বদলাতে দেখে মুখে হাসি ফুটল স্থানীয়দের।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে টানা কয়েক দিন ধরে গোলমালের জেরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। পরিস্থিতি শান্ত করতে রবিবার থেকে দফায় দফায় যৌথভাবে শান্তি বৈঠক করেন রাজ্য পুলিশ (Police) এবং কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সোমবার তা ব্যাপক আকারে হয়। অন্যদিকে, নতুন করে অশান্তি যাতে না হয়, তার জন্য বিভিন্ন সম্প্রদায় ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বুথ স্তরে তৈরি করে দেওয়া হয়েছে শান্তি কমিটি। তাঁদের দায়িত্ব অশান্তি বা গুজবের খবর মিললে পুলিশের কাছে তা পৌঁছে দিতে হবে। কমিটির মাথায় বসানো হয়েছে, স্থানীয় স্তরে গ্রহণযোগ্য কোন ব্যক্তিকে। তারই প্রভাব দেখা গেল মঙ্গলবার সকাল থেকে। যদিও পরিস্থিতি আগের থেকে শান্ত হলেও এখনও রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে, গতকাল রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম সাংবাদিক বৈঠকে বলেন, ‘গত ৩৬ ঘণ্টায় জেলায় নতুন করে কোনও অশান্তি হয়নি। ঘর ছাড়া মানুষদের অনেকেই নিজ-নিজ বাড়ি ফিরেছেন। মঙ্গলবার পরিস্থিতি আরও বেশি স্বাভাবিক হবে মুর্শিদাবাদে।’ উল্লেখ্য, গত কয়েক দিনের অশান্তিতে অনেকেই ভয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। তাঁদের সকলকেই যাতে ফের ঘরে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে কাজ করছে বিএসএফ (BSF)।
আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন