অক্ষয় তৃতীয়াতে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, জরুরি বৈঠকের ডাক মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , Pallab: অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ আগামী ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। সেই উপলক্ষে বুধবার নবান্নে (Nabanna) জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, মুখ‍্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী সহ উচ্চপদস্থ আমলারা উপস্থিত থাকবেন ওই বৈঠকে। পাশাপাশি পুলিশ এবং পরিবহণ দপ্তরের আধিকারিক ও ইসকনের প্রতিনিধিরাও বৈঠকে থাকবেন। মন্দির উদ্বোধনের দিনে কোন দপ্তর কী দায়িত্বে থাকবে, তা নিয়েই মূলত আলোচনা হবে বৈঠকে।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

দিঘার জগন্নাথ মন্দির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনের হাতে। তাই বুধবারের বৈঠকে ইসকনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে খবর, মন্দির উদ্বোধনের পরেই দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দিরটি নির্মাণ করেছে হিডকো। আগামীকালের বৈঠকে হিডকোর কর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গিয়েছে, মন্দির উদ্বোধনের প্রায় ২০ দিন আগে থেকেই দিঘায় গাড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টোটো চলাচলও বন্ধ থাকবে দিঘার ভিতরে। এই পরিস্থিতিতে কীভাবে পর্যটকেরা যাতায়াত করবেন, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। সেই সঙ্গে উদ্বোধনের দিন দিঘা এবং মন্দির চত্বরে ভিড় সামলে নিরাপত্তা বজায় রাখার বিষয়টিও দেখা হবে বৈঠকে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন