Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই চায় তার জীবনে সুখ শান্তি আসুক কিন্তু বিভিন্ন কারণে মানুষের জীবনে সুখ শান্তি আসেনা। তার জন্য মানুষ বিভিন্ন সময় রত্ন বা মাদুলি ধারণ করে থাকেন। এই রত্ন বা মাদুলি ছাড়াও কিছু গাছ আছে যার দ্বারা আপনি আপনার ভাগ্যের উন্নতি ঘটাতে পারেন। তবে এই গাছ গুলির সঠিক পরিচর্যা করা দরকার। তবে চলুন দেখে নেওয়া যাক কোন গাছ গুলি আপনার ভাগ্যের উন্নতি ঘটাতে পারে।
এই তালিকার প্রথমেই রয়েছে চাইনিস বাম্বু অথাৎ চাইনিজ বাঁশ। এই গাছ যেকোনো নার্সারিতে সহজেই পাওয়া যায়। এই গাছের উৎপত্তি চিনে। চীনের ফাংশুই মতে এই গাছ ঘরে রাখা শুভ।
আরো পড়ুন :- জীবনে সুখ ও সমৃদ্ধি চান ? দেখুন গুরুত্বপূর্ণ বাস্তু টিপস
মানিপ্লান্ট একটি সৌভাগ্য দায়ী গাছ। এই গাছ যেকোনো নার্সারিতে পাওয়া যায় এছাড়া বিভিন্ন বাড়িতে ও পাওয়া যায়। এই গাছ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। এই গাছ বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। এছাড়া মনে করা হয় যে এই গাছ বাড়তে অর্থ এনে দেয়।
তুলসী গাছ বাড়িতে সুখ ও শান্তি বৃদ্ধি করে। এছাড়া এই গাছের সঠিক পরিচর্যায় বাড়িতে সমৃদ্ধি বৃদ্ধি করে। প্রতিদিন সন্ধ্যায় এই গাছের নিচে প্রদীপ জ্বালালে সৌভাগ্য বৃদ্ধি পায়।
বনসাই বট গাছ , এই গাছ স্বাস্থ্যে ও সমৃদ্ধি দুটোই বৃদ্ধি করে। এছাড়া এই গাছ সৌভাগ্যের প্রতীক। তবে এই বনসাই বট গাছ বাড়ির পর্যাপ্ত আলোতে রাখুন।
আরো পড়ুন :- বাড়িকে কু-নজর থেকে মুক্ত রাখতে , মানুন বাস্তুর এই সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)