সিলিন্ডার ছাড়াই চলবে রান্না ! পকেট থেকে যাবেনা এক টাকাও, চালু হল পাইপলাইন

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia , দীনেশ : দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সে চাল বলুন, ডাল বলুন বা সবজি, সবকিছুর গায়ে এখন ছ্যাঁকা। তার উপর রান্নার গ্যাসের (LPG Price) দাম দিনের পর দিন পকেটে আরো চাপ বাড়াচ্ছে। সম্প্রতি বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। যার ফলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, সবার কপালেই চিন্তার ভাঁজ পড়েছে।

কিন্তু এবার সেই সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত নিল সরকার এবং তেল বিপণন সংস্থাগুলি। হ্যাঁ, এবার চালু হচ্ছে রান্নার গ্যাসের পাইপলাইন প্ল্যান পরিষেবা, যা একবার সংযোগ নিলে সিলিন্ডারে দুশ্চিন্তা থাকবে না।

আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন

দাম বাড়লেও স্বস্তি দিচ্ছে নয়া পরিষেবা…

এই মুহূর্তে ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। যদিও এপ্রিল মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছে, যাতে সাধারণ মানুষের পকেটে আরও বাড়তি চাপ সৃষ্টি করেছে।

প্রত্যেক মাসে একবার করে সিলিন্ডারের দাম কম-বেশি হচ্ছে। গ্যাস ফুরিয়ে গেলে আবার নতুন সিলিন্ডারের কেনার টাকার জোগাড় করাও দুরবিসহ হয়ে পড়ছে অনেক মানুষের কাছে। আর এই অবস্থায় গৃহস্থ পরিবারগুলোর জন্য আশার আলো দেখাচ্ছে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পরিষেবা।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

উত্তরবঙ্গের সাহেবগঞ্জে শুরু হয়েছে এই পরিষেবা

এই নয়া পরিষেবা প্রথমে চালু হয়েছিল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এলাকায়। আর সেখানে ইতিমধ্যে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে গ্যাসের পাইপলাইন ব্যবস্থা। রান্নাঘরে এবার আর সিলিন্ডার নয়, বরং ২৪ ঘন্টা মিলছে সরাসরি গ্যাসের সংযোগ।

হিন্দুস্তান পেট্রোলিয়াম জানিয়েছে যে, গ্রাহকদের সুবিধার জন্য প্রতিটি বাড়িতে এবার গ্যাসের মিটার বসানো হবে। এর ফলে ঠিক কতটা গ্যাস ব্যবহার করা হচ্ছে তা পরিষ্কার বোঝা যাবে এবং গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী বিল মেটাতে পারবে। 

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

কলকাতা ও চন্দননগরে আসছে পাইপলাইন

এর আগেও কলকাতার কিছু অংশে চালু হয়েছিল পাইপলাইন গ্যাসের পরিষেবা। আর এবার সেই পরিষেবাকে আরো বিস্তৃত করতে চাইছে সংস্থাগুলি। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড জানিয়েছে, খুব শীঘ্রই চন্দননগরে ২০০০ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হবে। 

সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে, এই সংযোগের জন্য গ্রাহকদের কোনরকম খরচ করতে হবে না। সরকারের মূল লক্ষ্য, পরবর্তী কয়েক মাসে অন্তত ২ লক্ষ গ্রাহকের বাড়িতে এই পাইপলাইন গ্যাসের পরিষেবা পৌঁছে দেওয়া।

 

কীভাবে মিলবে এই পরিষেবা?

যাদের এলাকায় পাইপলাইনের কাজ চলছে, বা ইতিমধ্যে চালু হয়ে গেছে, তারা স্থানীয় গ্যাস সংস্থার সঙ্গে যোগাযোগ করে খুব সহজেই এই পাইপলাইনের সংযোগ নিতে পারেন। বর্তমানে অনেক জেলায় ধাপে ধাপে কাজ এগোচ্ছে। তাই এই পরিষেবা সমস্ত রাজ্যে পৌছাতে কিছুটা সময় লাগতে পারে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন