বাড়িতে টিকটিকির উপদ্রব ? মুক্তি পান ঘরোয়া উপায়ে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Lizard

Bangla News Dunia, Pallab : টিকটিকি মূলত খাবারের লোভেই গৃহস্থের ঘরে হানা দেয়। নিশ্চিন্ত আশ্রয়ের লোভে থেকে যায় বাড়ির আনাচে কানাচে, সরু ফাটলে কিংবা ঘুলঘুলির মধ্যে। বাড়ি অপরিষ্কার থাকলে এদের হানা আরও বেড়ে যায়। চারটি উপায়ে বাড়ি থেকে টিকটিকি দূর করতে পারেন।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

ঘরোয়া উপায় —

পেপার স্প্রে- পেপার স্প্রে ব্যবহার করে বাড়িকে টিকটিকি মুক্ত করতে পারেন। গোল মরিচ গুঁড়ো, লাল গুঁড়ো লঙ্কা, হট সস জলের সঙ্গে মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন পেপার স্প্রে। সেই স্প্রে ছিটিয়ে টিকটিকি তাড়ানোর ব্যবস্থা করতে পারেন ঘরোয়া উপায়ে।

ডিমের খোলা- টিকটিকি ডিমের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই ডিমের খোলাকে টিকটিকি তাড়ানোর হাতিয়ার করতে পারেন।

কফি ও তামাক- কফি ও তামাক জাতীয় পাউডারের মিশ্রণ টিকটিকি তাড়াতে সাহায্য করতে পারে।

রসুন- ঘরের চার কোণে কয়েকটি রসুনের টুকরো ছড়িয়ে রাখতে পারেন। রসুনের উগ্র গন্ধে বাড়ি থেকে দূর হবে টিকটিকি।

পুদিনা গাছ- পুদিনার উগ্র গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই বাড়িকে টিকটিকি মুক্ত করতে ঘরে রাখতে পারেন পুদিনা গাছ। এছাড়া পুদিনার স্প্রেও ব্যবহার করতে পারেন টিকটিকি তাড়ানোর জন্য।

বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে টিকটিকি দূর করতে পারেন। গরম বাড়লে এই সরীসৃপটির আক্রমণ বাড়ে। তাই গরমকালে বাড়ি ঘর যতটা সম্ভব ঠান্ডা রাখলে এই প্রাণীর উপদ্রবের হাত থেকে রেহাই মিলবে।

এছাড়া ন্যাপথলিনের মতো কেমিক্যালের ব্যবহার করেও টিকটিকির আক্রমণের হাত থেকে নিস্তার পেতে পারেন। ঘরের যেসব জায়গায় টিকটিকি বেশি হানা দেয় সেখানে ন্যাপথলিন বল ছড়িয়ে রাখতে পারেন। তবে এর পাশাপাশি যতটা সম্ভব খাবারদাবার ঢেকে রাখার ব্যবস্থা করতে হবে। তবেই মিলবে টিকটিকির হাত থেকে মুক্তি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন