১০ হাজার টাকা বদলে গিয়েছে ১৩ লক্ষে, ম্যাজিক দেখিয়েছে এই মাল্টিব্যাগার স্টক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের পোলট্রি উৎপাদন ক্ষেত্রে প্রথমসারির সংস্থা এটি। মঙ্গলবারের বাজার তুমুল লাভ দিয়েছে বিনিয়োগকারীদের। একদিনে সেনসেক্স এবং নিফটি সূচক ২ শতাংশের বেশি উঠেছে। সামগ্রিক ভাবে শেয়ার বাজারে গতি দেখা যাওয়ায় তার প্রভাব পড়েছে এই সংস্থাটির শেয়ারেও। একদিনে ২ শতাংশ উঠেছে এই সংস্থাটির শেয়ার, নাম ভেঙ্কিজ় (ইন্ডিয়া) লিমিটেড।

এই সংস্থার শেয়ার দীর্ঘমেয়াদেও বিপুল অঙ্কের লাভ দিয়েছে বিনিয়োগকারীদের। মাল্টিব্যাগার এই স্টক ভারতের শেয়ার বাজারে এসেছিল ২০০৩ সালের ২৮ জুলাই। তার পর থেকে ২২ বছরে এই স্টকের দামে প্রায় ১৩ হাজার শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। অর্থাৎ, ২০০৩ সালে যদি কোনও ব্যক্তি ভেঙ্কিজ় (ইন্ডিয়া) লিমিটেডের শেয়ারে যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে এখন সেই বিনিয়োগের মূল্য দাঁড়াত ১৩ লক্ষ টাকা। গত বছরে নানা সময়ে ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে এই স্টক। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বরে ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে ওই স্টক (২৫৫৯.৯৫ টাকা), আবার চলতি বছরের ৭ এপ্রিল ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে এই স্টক (১৫২১.৯৫ টাকা)।

এই স্টক এখন কেনা যাবে কি না, তা নিয়ে বহু প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে গত ৬ মাসে ৪০ শতাংশ দাম পড়েছে এই সংস্থার স্টকের। মনে করা হচ্ছে এখন স্টকটি একটি সাপোর্ট রেঞ্জে রয়েছে। কারও কারও সন্দেহ আরও ১০-১৫ শতাংশ দাম পড়তেও পারে। তবে বাদবাকি যা যা ভিত্তি তা দেখে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন যদি কেউ মনে করেন দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য সব দিক ভেবে বিবেচনা করে এখানে বিনিয়োগ করতে পারেন।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- মুর্শিদাবাদ-ভাঙড় হিংসায় বাংলাদেশি জিহাদিদের হাত, রিপোর্ট কেন্দ্রের

আরও পড়ুন:- শিয়ালদা স্টেশনে গরম ৭টি কচুরি-তরকারি-আচার মাত্র ১৫ টাকায় ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন