Bangla News Dunia, Pallab : সম্প্রতি রাজ্য পুলিশে তরফ থেকে আবারো নতুন করে কনস্টেবল নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কনটেবল ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে সমস্ত উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।
এই কনস্টেবল নিয়োগে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজস্থান রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে নয়। তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি, যাতে এখানে আবেদন করতে আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়। সুতরাং সম্পূর্ণ চাকরির প্রতিবেদনটি পড়বেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করে ফেলবেন।
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : Rajasthan Police
পোষ্ট তারিখ (Post Date) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত 09.04.2025 তারিখে।
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে জেনারেল কনস্টেবল, টেলিকমিউনিকেশন কনস্টেবল এবং ড্রাইভার পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের LMV ও HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর টেলিকমিউনিকেশন কনস্টেবল পদে আবেদন করতে হলে পাশাপাশি চাকরিপ্রার্থীদের ফিজিক্স, অঙ্কো ও কম্পিউটার সাইন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে।
বয়সসীমা (Agency Limit) :
উল্লেখিত পদে যারা আবেদন করতে হলে যাকে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। শুধুমাত্র ড্রাইভার বলতে আবেদন করতে হলে আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স হওয়ার প্রয়োজন 18 থেকে 27 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 14,600 টাকা বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 9617টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে রাজস্থান পুলিশ।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে আবেদন করতে হলে রাজস্থান পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে সবার আগে। সেখানে ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম কে প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সেখানে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করেছে সাবমিট করে দিলেই তার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারীর চাকরিপ্রার্থীদের মোট চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে এবং সবশেষে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন মূল্য (Application Fee) :
এখানে যে সমস্ত OBC এবং EWS শ্রেণীর চাকরিপ্রার্থীরা আবেদন জানাবেন তাদের জন্য 600 টাকা এবং SC , ST, PWD শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য 400 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
আবেদনের সময়সীমা (Application Deadline) :
এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 17.05.2025 তারিখ পর্যন্ত।