Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেশন কার্ড (Ration Card) গ্রাহকরা এখন ফ্রি রেশন সামগ্রীর সঙ্গে ১০০০ টাকা নগদ পাবে! বিগত কিছু দিন ধরে এমনই এক খবর শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অনেক মানুষই রেশন দোকানে বা রেশন ডিলারদের কাছে গিয়ে এই সম্পর্কে জিজ্ঞাসা করছেন, কিন্তু এই নিয়ে কোন ধরণের আসল সত্যতা সম্পর্কে জানতে পারছেন না। তাই আজকের এই আলোচনাতে আমরা এই সম্পর্কে কিছু তথ্য সম্পর্কে জেনে নিতে চলেছি।
রেশন কার্ড থাকলে ১০০০ টাকা?
দেশের ও রাজ্যের কোটি কোটি গরীব ও মধ্যবিত্ত মানুষদের কাছে এই রেশন কার্ড শুধুমাত্র একটা পরিচয়পত্র নয় তারই সঙ্গে এই কার্ডের মাধ্যমে পাওয়া খাদ্য সামগ্রীর মাধ্যমে অনেকেই নিজেদের সংসার চালিয়ে থাকেন এবং ২০২০ সালের পর থেকে আগামী ২০২৮ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে এই বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে।
বিনামূল্যে রেশনের সঙ্গে টাকা?
কিন্তু দিন দিন দেশ সমেত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই রেশন সামগ্রী প্রদানের ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরণের দুর্নীতি দেখা গেছে এবং এই সকল অনিয়ম রুখে দেওয়ার জন্য সরকারের তরফে অনেক নিয়ম নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন সকল প্রকারের দুর্নীতি রোখা সম্ভব হয়নি। সেই জন্য সরকারের তরফে নতুন কিছু চিন্তা করা হচ্ছে।
আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।
রেশনের বদলে টাকা দেবে?
বিগত কিছু দিন আগে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে সকল রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকদের ও সঙ্গে রেশন ডিলারদের এক বৈঠক হয় রাজধানী দিল্লিতে, আর এই বৈঠকে এই সকল চাল, ডাল, গম বা আটা সকল কিছুর বদলে যদি বাকি সকল সরকারি প্রকল্পের মত গ্রাহকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয় তাহলে কেমন হবে?
আর এই কথা বলার পর অনেকেই এর বিরোধ করেছেন এবং বলেছেন এই রকম করা হলে খোলা বাজারে সকল জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে! সেই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের তরফে কি করা হবে? আর এই রকম হলে তো সাধারণ মানুষদের আরও দুর্দশার সামনা সামনি করতে হবে! তাই এবারের এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় সরকার সেইটা দেখার অপেক্ষা।
আর একেবারে নাকি মাসে মাসে এই টাকা দেওয়া হবে গ্রাহকদের সেই নিয়ে এখন কোন সিদ্ধান্ত হয়নি। কিন্তু এরকম কোন ঘোষণা নেওয়া হলে কি আদৌ নাগরিকদের সুবিধা হবে নাকি মূল্য বৃদ্ধির ফলে আরও খারাপ সেটা তো এখন খালি দেখার অপেক্ষা। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন