Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলায় নতুন বছরের শুরুতেই ট্রেন অবরোধ ৷ বুধবার সকাল থেকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর, কাকদ্বীপ থেকে দক্ষিণ বারাসত স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা ৷ মূলত মহিলাদের জন্য সংরক্ষিত কামরা বাড়ানোর প্রতিবাদ এবং পাশাপাশি ট্রেন বৃ্দ্ধির দাবিতে তাঁরা এই অবরোধ করেন ৷ যার ফলে দিনের ব্যস্ত সময়ে নাজেহাল হতে হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের ৷
ট্রেন অবরোধের জেরে এদিন শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেনগুলি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল আটটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ করেন নিত্যযাত্রীরা । এর ফলে কাকদ্বীপ, নামখানা, লক্ষীকান্তপুর, জয়নগরের মতোন কিছু গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল ব্যাহত হয় । ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অসুবিধার সম্মুখীন হতে হয় বাকি নিত্যযাত্রীদের । কারণ, নববর্ষের ছুটির পর আজ থেকে স্কুল, কলেজ থেকে অফিস খুলেছে ৷ কিন্তু, এদিনই রেল অবরোধের জেরে সকলের গন্তব্যে পৌঁছতে দেরি হয় ৷
আন্দোলনকারীদের দাবি, শিয়ালদা দক্ষিণ শাখার এই সমস্ত লাইনে লোকাল ট্রেনের সংখ্যা অনেকটাই কম এবং সম্প্রতি রেলের কিছু সাধারণ বগিকে মহিলা কামরা হিসাবে সংরক্ষণ করা হয়েছে । এর ফলে সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা । কারণ, দিনের ব্যস্ত সময়ে এমনিতেই ভিড় থাকে ট্রেনে ৷ তাতে ট্রেন কম ৷ তাই বাধ্য হয়েই তাঁদের মহিলা কামরায় মাঝে মধ্যে উঠে পড়তে হচ্ছে ৷ এর ফলে রেল পুলিশ জরিমানাও করছে ৷ তাই তাঁরা রেল অবরোধ করে নিজেদের দাবিগুলি তুলে ধরেন ৷
স্থানীয় সূত্রে খবর, এদিন অবরোধ শুরু হয় মূলত কাকদ্বীপ লাইনের ধপধপি স্টেশন থেকে । ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আশপাশের স্টেশনেও । স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা । ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন । তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষ কোন যুক্তিতে 12 বগির মধ্যে এতগুলি কামরা মহিলাদের জন্য সংরক্ষিত করে রাখছেন? নারী নিরাপত্তার প্রয়োজন অবশ্যই রয়েছে ৷ কিন্তু, তার জন্য সাধারণ যাত্রীদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সমস্যা বাড়বে বই কমবে না ।
আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।
সংরক্ষিত মহিলা কামরা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ (ছবি সংগৃহীত)
অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা যাত্রীদের সংখ্যা বেড়েছে । সেই কারণেই তাদের জন্য বাড়তি কামরার ব্যবস্থা করা হয়েছে । তবে পুরুষ যাত্রীদের দাবি বিবেচনা করে ভবিষ্যতে সমাধান খোঁজা হবে বলে জানানো হয়েছে । আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়েছে বিক্ষোভস্থলগুলিতে ।
নিত্যযাত্রী অনিরুদ্ধ বলেন, “12 বগির ট্রেনে আগে যেখানে দুটি মহিলা কামরা থাকত । বর্তমানে তা বাড়িয়ে চারটি করা হয়েছে । তার সঙ্গেই রয়েছে দুটি ভেন্ডার কামরা । ফলে মোট ছ’টি কামরা সাধারণ পুরুষ যাত্রীদের জন্য থাকছে । মাত্র ওই ছ’টি কামরায় লক্ষ লক্ষ যাত্রী কীভাবে যাতায়াত করবে প্রতিদিন? কর্মস্থলে পৌঁছনো, ট্রেন ধরার সময়সূচি সব ভেস্তে যাচ্ছে । এর সঙ্গে ট্রেন বাড়াতে হবে এবং জেনারেল বগি বৃদ্ধি করতে হবে ৷”
এই সমস্যা দূর করার দাবিতে বুধবার সকাল থেকেই রেল অবরোধে নেমেছেন দক্ষিণ 24 পরগনার একাধিক স্টেশনের যাত্রীরা । তাঁরা জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে । তবে রেল কর্তৃপক্ষ কর্ণপাত না করায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন । তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে ।
এদিকে, রেল অবরোধের জেরে গোটা দক্ষিণ 24 পরগনার বহু অফিস-আদালত, বাজার ও স্কুলে উপস্থিতি কমেছে । বহু মানুষ কাজ বা জরুরি প্রয়োজনে শহরে আসতে পারেননি । নিত্যযাত্রীদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা ।
রেল পুলিশের দাবি, বিভিন্ন স্টেশনে পুলিশ রয়েছে ৷ তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে ৷ দ্রুত অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে ৷
আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন