পল্টু বিয়ে করবে বলে মেয়ে দেখতে গেল, তারপরের কাণ্ড জানলে হাসি চেপে রাখতে পারবেন না

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

671a80ea64c8e-special-jokes-241621109-16x9

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাসি-ঠাট্টা করা শুধুমাত্র আশেপাশের পরিবেশকে হালকা এবং মনোরম রাখে না, তবে ব্যক্তির মনও শান্ত ও খুশি থাকে। সেই সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সবসময় হাসতে পরামর্শ দেন। আপনিও যদি নিজেকে ফিট রাখতে চান, তাহলে প্রতিদিন মজার জোকস পড়ুন।

> বাড়ির দোতলায় মিস্ত্রি দিয়ে রং করাচ্ছিলেন বাড়িওয়ালা।
কিছুক্ষণ পর তার মনে হলো, মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে।
তাই রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি-
বাড়িওয়ালা: কী, কাজ করছ তো, না-কি ফাঁকি দিচ্ছো?
মিস্ত্রি: না, কাজ করছি।
বাড়িওয়ালা: আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না।
মিস্ত্রি: হাতুড়ি দিয়ে তো আর রং করা হয় না। আওয়াজ পাবেন কীভাবে?

> লাল্টুকে একটি গাধা হঠাৎ করে  লাথি দিয়ে ছুটে পালাল।
লাল্টুও সঙ্গে সঙ্গে গাধাটাকে ধরতে পেছন-পেছন ছুটল!
একটু দূরে গিয়েই একটা জেব্রাকে দেখতে পেয়ে সেটাকে ধরে ফেলল।
এবার ওই জেব্রাকে বেদম মার দিতে দিতে বলল,
‘শালা! ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি? আমাকে কি তোর মতো গাধা পাইছোস।’

আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।

> পল্টু বিয়ে করবে, মেয়ে দেখতে গেছে-
মেয়ের বাবা: এই হলো আমার বড় মেয়ে টুম্পা, যার সঙ্গে তোমার বিয়ে হবে। পড়ালেখা তেমন করতে পারেনি, উচ্চমাধ্যমিকে ২ বার ফেল। আর এই হলো আমার ছোট মেয়ে রুম্পা, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোন রকমে পাস করেছে।
পল্টু: আমি আপনার ছোট মেয়েকে বিয়ে করবো।
মেয়ের বাবা: কেন?
পল্টু: আপডেটেড সফটওয়্যার থাকতে ব্যাকডেটেডটা নেব কেন?

> লাল্টু এক মেয়েকে ভালোবাসে। মেয়েটি লাল্টুর ইন্টারভিউ নিচ্ছে-
মেয়ে: তুমি খুব অভদ্র তাই না?
লাল্টু: না না, আমার মতো ভদ্র ছেলে আর একটাও পাবে না।
মেয়ে: তুমি পড়ালেখায় খুব কাঁচা তাই না?
লাল্টু: না, আমি খুব ভালো স্টুডেন্ট। আমার জীবনে ফেল বলে কিছু নেই।
মেয়ে: তুমি বখাটে টাইপের ছেলে তাই না?
লাল্টু: না না, মেয়েদের দিকে তাকাই না।
মেয়ে: তাহলে তো হলো না। অভদ্র, বখাটে আর পড়ালেখায় কাঁচা ছেলেই আমার পছন্দ।
লাল্টু: বিশ্বাস করো, আমি খুব অভদ্র, বখাটে আর উচ্চমাধ্যমিকে ২ বার ফেল করেছি।

> গভীর রাতে পটলা আর তার প্রেমিকা একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে।
হঠাৎ পটলা আকাশের দিকে তাকিয়ে বলল-
পটলা: ওই তারাটা কে জানো?
প্রেমিকা: কে?
পটলা: ওটা হলে তুমি।
এ কথা শুনে প্রেমিকা পটলার গালে একটি চর দিলো-
পটলা: তুমি আমাকে মারলে?
প্রেমিকা: অত উঁচু থেকে পড়ে গেলে মরে যাব না!

> লাল্টুর অভ্যাস সোফায় শুয়ে থাকা।
তার মা বিষয়টি সহ্যই করতে পারে না।
তাই হাতে স্যান্ডেল নিয়ে ছুটে গেল ছেলের দিকে-
মা: বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি, তারপরও সোফায় শুয়ে থাকিস। আজ জুতিয়ে তোকে সিধা করবো…
লাল্টু: মা! আর হবে না এমন…
মা: তুই আবার করবি এ কাজ! সোফা হচ্ছে বসার জন্য, শোয়ার জন্য না…
লাল্টু: মা, স্যান্ডেলও তো পায়ে দেয়ার জন্য, ছেলেকে পেটানোর জন্য না…

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)

আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন