Bangla News Dunia, Pallab : ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বাংলায় গত কয়েকদিনে ঘটে গিয়েছে একাধিক অপ্রীতিকর ঘটনা। আর এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মঙ্গলবার একটি সভা থেকে মমতাকে কটাক্ষ করতে ছাড়েনি যোগী আদিত্যনাথ। এদিন বাংলায় অশান্তির আগুন জ্বললেও মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই পালটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে ডাকা সভা থেকে যোগী আদিত্যনাথকে সবথেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরেই উত্তাল মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের আরও বেশ কয়েকটি এলাকায়। এই পরিস্থিতির মোকাবিলায় আজ নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের নিয়ে ডাকা সভা ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগীকে সবথেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করলেন মমতা৷ তাঁর অভিযোগ, উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে।
মুর্শিদাবাদে অশান্তির ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার একটি সভায় যোগী আদিত্যনাথ বলেছিলেন, ডান্ডা ছাড়া দাঙ্গাবাজদের সোজা করা যায় না। ডান্ডাই তাদের ঠান্ডা করার একমাত্র ওষুধ। বাংলা জ্বলছে, অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব৷ মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাজদের শান্তির দূত বলে দাবি করেছেন যোগী৷
এ দিন নেতাজি ইন্ডোরের সভা থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ত্রিপুরায় বলেছিল শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেবে, দিয়েছে? উল্টে চাকরি ফেরত চাইতে গেলে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে৷ উত্তর প্রদেশে ৬৯ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে৷ যোগী বড় বড় কথা বলছে৷ যোগীই সবথেকে বড় ভোগী৷ মহাকুম্ভে কত মানুষের মৃত্যু হয়েছে? কত মানুষ আহত হয়েছেন? কোনও তালিকা আপনি মানুষের সামনে এনেছেন? বড় বড় কথা বলছেন৷ এনকাউন্টার করে কত মানুষকে মেরেছেন?কাউকে একটা মিছিল করতে দেন না৷