হিন্দুত্ব নিয়ে পাক সেনাপ্রধানের বিষোদগার, দেখুন VIRAL ভিডিও

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে মৌলানার মতো বক্তৃতা দিলেন। তার বক্তৃতায় হিন্দু ধর্মের প্রতি ঘৃণা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি  কাশ্মীর-বেলুচিস্তান বিতর্ক উত্থাপন করে প্রবাসী পাকিস্তানিদের আনুগত্য কেনার চেষ্টা করেছিলেন।

প্রবাসী পাকিস্তানিদের প্রথম বার্ষিক সমাবেশ ১৩-১৬ এপ্রিল ২০২৫ তারিখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। ১৬ এপ্রিল অসীম মুনির এই সম্মেলনে ভাষণ দেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ পাকিস্তানের সকল বড় নেতা উপস্থিত ছিলেন। এখানেই মুনির ভারতের দেশভাগের  কথা উল্লেখ করে  বলেন, পাকিস্তানের গল্প নিজেদের সন্তানদের অবশ্যই বলা উচিত। যাতে তারা পাকিস্তানের গল্প ভুলে না যায়।

পাকিস্তানের সেনাপ্রধান হিন্দুদের প্রতি ঘৃণার বিষয়টিও উত্থাপন কেরন।  পাকিস্তানে ‘মোল্লা জেনারেল’ নামে পরিচিত অসীম মুনির বলেন, “আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম আলাদা, আমাদের রীতিনীতি আলাদা, আমাদের ঐতিহ্য আলাদা, আমাদের চিন্তাভাবনা আলাদা, আমাদের উচ্চাকাঙ্ক্ষা আলাদা। এখানেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি স্থাপন করা হয়েছিল। আমরা দুটি জাতি, আমরা এক জাতি নই।” মুনির বলেন, “এই দ্বি-জাতি তত্ত্বকে মাথায় রেখেই আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছেন, নিরন্তর সংগ্রাম করেছেন এবং এই দেশটি তৈরি করেছেন। এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন।”

আরও পড়ুন:- গীতাঞ্জলী প্রকল্পে রাজ্য ৩ লক্ষ ৩০ হাজার দিচ্ছে নিজের বাড়ি বানাতে। বিস্তারিত জেনে নিন

জেনারেল আসিম মুনির বিদেশে পাকিস্তানিদের উপার্জন দেখে উচ্ছাসিতও  হয়েছিলেন। তিনি বলেন, “আপনারা যেভাবে নিজের  দেশে অবদান রাখছেন, অর্থ পাঠিয়ে, বিনিয়োগ করে, বিভিন্ন মাধ্যমে, তা দেখায় যে আপনারা  দেশকে কতটা ভালোবাসেন।” প্রবাসী পাকিস্তানিদের আইডিওলজি মনে আসিম মুনির বলেন, “এ যারা বিদেশে আছেন তারা ভিন্ন সংস্কৃতিতে বাস করেন, কিন্তু আপনার কখনই ভুলে যাওয়া উচিত নয় যে আপনি একটি উন্নত আদর্শের মানুষ।” এরপর তিনি  ইকবালের একটি কবিতা আবৃত্তি  করেন।

আসিম মুনির খুবই আবেগঘন সুরে বলেন, “আমার ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা, দয়া করে পাকিস্তানের এই গল্পটি কখনও ভুলো না। তোমাদের পরবর্তী প্রজন্মকে এটা বলো। যাতে তারা পাকিস্তানের সঙ্গে  তাদের সংযোগ অনুভব করতে পারে। তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম বা পঞ্চম প্রজন্ম যাই হোক না কেন, এটি কখনই দুর্বল হওয়া উচিত নয়। তাদের জানা উচিত পাকিস্তান তাদের জন্য কী।” পাকিস্তান গঠনের গল্পে হিংসা ও দাঙ্গার গল্পকে চাপা দিয়ে এবং সমগ্র ইতিহাসকে সম্পূর্ণ ধর্মীয় রং দিয়ে অসীম মুনির বলেন যে, পাকিস্তান গঠিত হয়েছিল কলমার ভিত্তির উপর।

তিনি বলেন, “আজ পর্যন্ত, মানবজাতির ইতিহাসে মাত্র দুটি অঞ্চল  কলমার ভিত্তির উপর নির্মিত হয়েছে। প্রথমটির নাম রিয়াসাত-এ-তৈয়বা… আজ এটিকে মদিনা বলা হয়। এবং দ্বিতীয়টি, ১৩০০ বছর পরে আল্লাহ কলমার ভিত্তির উপর আপনাদের  পাকিস্তান সৃষ্টি করেছেন।” মুনির গাজায় ইজরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত প্যালেস্তাইনদের  প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, “পাকিস্তানিদের হৃদয় গাজার মুসলমানদের সঙ্গে স্পন্দিত।”

উল্লেখ্য যে পাকিস্তান দারিদ্র্যের দ্বারপ্রান্তে এবং প্রবাসী পাকিস্তানিরা ডলার পাঠিয়ে  অর্থনীতিতে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন। অসীম মুনির তার বক্তৃতায় জম্মু ও কাশ্মীরের একই পুরনো ইস্যু উত্থাপন করেন এবং এটিকে পাকিস্তানের গলার শিরা বলে অভিহিত করেন।

আরও পড়ুন:- চিকিৎসার নামে পাঁচ বছরের শিশুকে সিগারেট খাওয়াল ডাক্তার, জানুন বিস্তারিত 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন