Bangla News Dunia, Pallab : ফের ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথের রাজ্যের রামপুর জেলায় বিশেষভাবে সক্ষম বছর এগারোর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে একটি মাঠ থেকে তাকে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। বাড়ির লোকেরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনও হদিস পাননি। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠের মধ্যে কিশোরীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। মুখে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এলাকার সিসিটিভি ক্যামরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত তরুণকে চিহ্নিত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পালটা গুলি চালায় পুলিশ। পায়ে গুলি লাগে অভিযুক্তের। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
রামপুরের পুলিশ সুপার বিদ্যাসাগর মিশ্র জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বারাণসীতে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তার মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ উঠল।