পত্নী শব্দের অর্থ কী? বিবাহিত পুরুষেরা না জানলে কিন্তু মহা অপরাধ!

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

671a80ea64c8e-special-jokes-241621109-16x9

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> সুন্দরি রোগী: আমি শুধু একটা জিনিসই চাই!
ডাক্তার: সেটা কী???
রোগী: বাচ্চা!
ডাক্তার: আপনি কোনো চিন্তা করবেন না, এ ব্যাপারে আমি কখনও ব্যর্থ হইনি!!!

> রাতে খাওয়া-দাওয়ার পর টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল:
স্ত্রী : তুমি একটা মূর্খ।
স্বামী : কেন
স্ত্রী : তুমি সত্যি এমএ পাস?
স্বামী : হ্যাঁ।
স্ত্রী : তাহলে পত্নী শব্দের অর্থ জানো না কেন?
স্বামী : জানি না কে বলল?
স্ত্রী : জানলে বলো…
স্বামী : যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায় তাকেই তো পত্নী বলে…

আরও পড়ুন:- কাজ করতে পারবেন চাকরিহারা শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

> টিভির এক চ্যানেলে গতানুগতিক লাইভ প্রোগ্রাম হচ্ছে-
উপস্থাপিকা : হ্যালো, আপনি কোথা থেকে কল করেছেন?
কলার : কলকাতা থেকে।
উপস্থাপিকা : কলকাতার  কোথা থেকে?
কলার : ঢাকুরিয়া।
উপস্থাপিকা : ওয়াও! আমিও ঢাকুরিয়াতে থাকি! ঢাকুরিয়ার কোথায় থাকেন আপনি?
কলার : আকাশদ্বীপ অ্যাপার্টমেন্টে।
উপস্থাপিকা : কী আশ্চর্য! আমিও তো ওই অ্যাপার্টমেন্টে থাকি! আপনার ফ্ল্যাট নম্বর কত?
কলার : আরে উজবুক! আমি তোমার স্বামী! বাড়ির  চাবি কোথায় রেখে গেছ?

> এলাকায় নতুন একটা দোকান করেছে পল্টু।
কেবল দুটো জিনিসই বিক্রি হয় সেখানে- ঢোল আর বন্দুক।
একদিন তার বন্ধু বেড়াতে এসে খুব অবাক হয়।
বন্ধু : কিরে পল্টু, কেমন অদ্ভুত দোকান খুলে বসে আছিস। আর কিছু নেই। শুধু ঢোল আর বন্দুক?
পল্টু : তা-ই তো বেচে কুল করতে পারি না।
একজন একটা ঢোল কিনে নিয়ে গেলেই হলো, পরদিন তার বউ আসে বন্দুক কিনতে।

> ফোনে নান্টু তার স্ত্রীকে বলছে-
নান্টু: জানপাখি, তুমি কোথায়?
স্ত্রী: আমি তো তোমার হৃদয়ে বাস করি!
নান্টু: তা ভালো, ওখানেই থাকো। কিন্তু সেখানে অন্য যারা আছে তাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ো না আবার।
স্ত্রী: ওরে হারামি! শয়তানের হাড্ডি! আইকে  তুই বাড়ি আয়, তারপর দেখাচ্ছি!

> কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে বললেন বিচারক-
বিচারক : তুমি গত ১০ বছর ধরে স্ত্রীকে ভয় দেখিয়ে নিজের বশে করে রেখেছ?
আসামি : বিচারক, আমি আসলে সে রকম কিছুই করিনি। ঘটনা হচ্ছে গিয়ে…
বিচারক : আমি তোমার ব্যাখ্যা শুনতে চাইনি। কী কায়দায় কাজটা করো, সেটা বলো আমকে তাড়াতাড়ি…

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)

আরও পড়ুন:- ৫০ ডিগ্রি গরমেও ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে, নতুন টেকনিকটা জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন