অনলাইনে জমির রেকর্ড যাচাই ও জমির দলিল চেক করুন ! জানুন রেকর্ড ও পর্চা বের করার নিয়ম

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : যারা জমি ও বাড়ির দলিল, রেকর্ড ও পর্চা বের করতে দিনের পর দিন ভুলি অফিসে ঘুরছেন। তাদের জন্য অনলাইনে জমির রেকর্ড যাচাই (Land Records), জমির দলিল চেক, ও জমির পর্চা বের করার জন্য পোর্টাল ও অ্যাপ চালু করলো রাজ্য সরকার। এবার দালাল ছাড়াই বেড়ি বসে সমস্ত তথ্য ডাউনলোড ও যেকোনো পরিষেবার জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

অনলাইনে জমির রেকর্ড যাচাই, পর্চা ও দলিল বের করার নিয়ম

জমি ও বাড়ির দলিলের সার্টিফায়েড কপি পাওয়া এতদিন সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। বেশিরভাগ মানুষকে রেজিস্ট্রি অফিসে ঘুরতে হতো, দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা খরচ করতে হতো, তবেই নথির কপি পাওয়া যেত। তবে রাজ্য সরকারের নতুন উদ্যোগে এই সমস্যার সমাধান হতে চলেছে। এখন থেকে জমি-বাড়ির দলিলের কপি সরাসরি অনলাইনে পাওয়া যাবে, ফলে দালালদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ সহজেই তাদের Online Khatian check এর মাধ্যমে জমির নথি হাতে পেতে পারবেন।

অনলাইনে জমির দলিল বের করার উপায়

অনেক ক্ষেত্রেই জমির দলিলের কপি (Land Deed Copy) অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—ঠিকানার প্রমাণপত্র, জমির মালিকানা যাচাই, বিদ্যুৎ সংযোগ পরিবর্তন, ব্যাঙ্ক লোন, মিউটেশন ইত্যাদির জন্য এটি দরকার হয়। এতদিন এই কাগজ সংগ্রহ করতে হলে মানুষকে প্রচুর হয়রানির সম্মুখীন হতে হতো। সরকারি ফি মাত্র ১০০ থেকে ১৫০ টাকা হলেও, এক শ্রেণির দালাল ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করত। নতুন ডিজিটাইজেশন ব্যবস্থার ফলে মানুষ সরাসরি অনলাইনে আবেদন করে ন্যায্য মূল্যে দলিল সংগ্রহ করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?

সরকার নির্দিষ্ট Banglarbhumi ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। সাধারণ মানুষ ই-ডিসট্রিক্ট পোর্টালে গিয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে দলিলের সার্টিফায়েড কপি ডাউনলোড করতে পারবেন।

আবেদন ফি: ১০ টাকা
নন-জুডিশিয়াল স্ট্যাম্প: ১০ টাকা
সার্চিং ফি: ২ টাকা
ইন্সপেকশন ফি: ২ টাকা
প্রতি পাতা কপি ফি: ৭.৫০ টাকা
ফলে পুরো দলিলের কপি সংগ্রহ করতে মোট ১৫০-২০০ টাকা খরচ হবে, যা আগের তুলনায় অনেক কম এবং সহজ।

আরও পড়ুন : পাক-অধিকৃত কাশ্মীর শীঘ্রই ফিরছে ভারতের হাতে? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন