Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের একবার কয়েন বাতিল? এবারে ১ টাকা ও ২ টাকার কয়েন বাতিল নিয়ে নানা জায়গা থেকে কিছু খবর জানতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই নিয়ে দেশের সর্বোচ্চ ব্যাংকের অর্থাৎ RBI এর তরফে কি জানানো হল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক গুজব ছড়িয়ে পড়েছে যে, ভারত সরকার নাকি ১ টাকা ও ২ টাকার কয়েন বাতিল করে দিয়েছে! বহু মানুষ এই খবর দেখে বিভ্রান্ত হচ্ছেন এবং দোকানদাররা অনেক সময় এই কয়েন নিতে অস্বীকার করছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা! এই প্রসঙ্গে Reserve Bank of India কী বলেছে?
১ ও ২ টাকার কয়েন বাতিল নিয়ে RBI কি জানালো?
রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটি স্পষ্ট বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে — ১ টাকা ও ২ টাকার কয়েন এখনো বৈধ মুদ্রা (Legal Tender) অর্থাৎ এই গুলো বাতিল হয়নি এবং স্বাভাবিকভাবে ব্যবহৃত হচ্ছে। RBI আরও বলেছে, বাজারে বিভিন্ন আকার ও ডিজাইনের কয়েন রয়েছে, যেই গুলোর মধ্যে পার্থক্য থাকলেও সব গুলোই বৈধ। কোনো কয়েন যদি অনুমোদিত হয়, তাহলে সেটিকে ব্যবহার করা যেতেই পারে।
বাজারে কোন কোন ভারতীয় মুদ্রা এখনো চালু আছে?
বর্তমানে নিচের কয়েন গুলো ভারতীয় বাজারে বৈধ মুদ্রা হিসেবে চালু রয়েছে – ১, ২, ৫, ১০, ২০। এই কয়েন গুলো বিভিন্ন বছর ও ডিজাইনের হতে পারে। অনেক সময় ডিজাইন পরিবর্তনের ফলে মানুষ বিভ্রান্ত হন, কিন্তু রিজার্ভ ব্যাংক স্পষ্ট করেছে, সকল বৈধ কয়েনই চলবে। কোন কয়েন বাতিল করার কোন সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া হয়নি।
কয়েন বাতিলের গুজব কেন ছড়াচ্ছে?
- সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপ মেসেজের মাধ্যমে ভুয়া খবর খুব সহজেই ছড়িয়ে পড়ে।
- কিছু মানুষ পুরনো ডিজাইনের কয়েনকে ভুয়া মনে করে নিতে চায় না।
- দোকানদারদের মধ্যে কয়েক জন ভুল ধারণা নিয়ে কয়েন নিতে অস্বীকার করছেন।
- অনেক সময় এই খবরকে সত্য ভেবে অনেকে শেয়ার করে, যা গুজব ছড়াতে সাহায্য করে।
যদি কেউ বৈধ কয়েন না নেয়, কী করবেন?
- প্রথমে সেই ব্যক্তিকে বিনয়ের সঙ্গে বোঝান যে RBI এই কয়েন বৈধ বলেই ঘোষণা করেছে।
- এরপরও যদি সে না নেয়, তাহলে তার বিরুদ্ধে RBI-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন।
- আপনি স্থানীয় ব্যাংক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছেও জানাতে পারেন।
পুরনো কয়েন গুলো কি চালু থাকবে?
অনেক সময় বাজারে ২০০৫, ২০১০ বা আরও পুরনো বছরের কয়েন দেখা যায়। এই কয়েন গুলোর ওজন, রং, বা ডিজাইন আলাদা হতে পারে। কিন্তু RBI স্পষ্টভাবে জানিয়েছে — যতক্ষণ না পর্যন্ত কোনো কয়েন বাতিলের ঘোষণা করছে, ততক্ষণ তা বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে এবং গ্রাহকদের কোন ধরণের গুজবে কান দেওয়া উচিত নয়।
RBI কি হঠাৎ করে কয়েন বাতিল করে?
না, RBI কখনো হঠাৎ করে মুদ্রা বাতিল করে না। যদি কখনো কোনো কয়েন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা সরকারের অনুমোদন ও জন সাধারণের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণার মাধ্যমে করা হয়। যেমন – ২০১৬ সালের নোট বন্দি সেটিও ছিল সরকার ও আরবিআইয়ের এর যৌথ সিদ্ধান্ত, যা নিয়ে সংবাদ মাধ্যমে আগে থেকেই জানানো হয়েছিল।
এমন সময়ে গ্রাহকদের কি করণীয়?
- সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন
- RBI বা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ করুন
- কোন দোকানদার যদি বৈধ কয়েন নিতে না চায়, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করুন
- নিজে বিভ্রান্ত না হয়ে অন্যকেও সঠিক তথ্য দিন
নোট বাতিল বা কয়েন বাতিল নিয়ে উপসংহার
RBI স্পষ্টভাবে জানিয়েছে যে ১ টাকা ও ২ টাকার কয়েন এখনো বৈধ। তাই এই কয়েন ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। যদি কেউ এই কয়েন নিতে অস্বীকার করে, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। গুজবে কান না দিয়ে, সরকারি ঘোষণার ওপর বিশ্বাস রাখুন। আমাদের সকলের দায়িত্ব হল ভুল তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য ছড়ানো। আজ থেকেই সচেতন হোন এবং আশপাশের মানুষকে সচেতন করুন।
আরও পড়ুন:- জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন