ভারতে বুলেট ট্রেন ! জাপানের বিশেষ উপহার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

bullet train

এবার ভারতের মানুষ আরও একবার অবাক হবেন ১ দিনের পথ ১ ঘণ্টায় অতিক্রম করতে দেখে। আমেদাবাদ থেকে মুম্বই, এই যাত্রাপথ অতিক্রম করবে বুলেট ট্রেন। তার লাইন পাতার কাজ এখন জোরকদমে চলছে। অনেক জায়গার কাজ সমাপ্তও হয়েছে।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

এ বছর না হলেও ২০২৬ সালে হয়তো শুরু হতে পারে পরীক্ষামূলক যাত্রা। যে জন্য বুলেট ট্রেন দরকার। সেই বুলেট ট্রেন আপাতত কিনতে হচ্ছেনা। উপহার হিসাবে পাচ্ছে ভারত।

জাপান তাদের শিনকানসেন নামে পরিচিত বিখ্যাত বুলেট ট্রেন উপহার দিচ্ছে ভারতকে। ১টি নয়, ২টি ট্রেন উপহার হিসাবে পাচ্ছে ভারত। যা কেবল একটি বুলেট ট্রেন নয়, একটি অন্য ক্ষমতাসম্পন্ন বুলেট ট্রেন হবে। ভারতকে উপহার দেওয়ার জন্য জাপান তাদের ২টি ট্রেনে বিশেষ যন্ত্রপাতি যুক্ত করছে।

এই যন্ত্র থাকলে পরীক্ষামূলক অভিযান সঠিকভাবে সম্পূর্ণ হবে। কারণ জাপানের আবহাওয়া বা দূষণ পরিস্থিতির সঙ্গে ভারতের মিল নেই। ভারতে গরমও বেশি, ধুলোও বেশি।

এর সঙ্গে লড়াই করেও বুলেট ট্রেন তার নিজস্ব গতি বজায় রেখে যান্ত্রিক সমস্যা ছাড়াই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। ২০২৬ সালের প্রথমদিকেই জাপানের এই ২টি উপহার ভারতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন