Bangla News Dunia, Pallab : নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করল ৯ মহিলা সহ ২২ মাওবাদী (Maoists Surrender)। শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমায় (Sukma) আত্মসমর্পণ করেছে তারা। তাদের মধ্যে ১২ জনের মাথার দাম ছিল ৪০ লক্ষ ৫০ হাজার টাকা
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন
সুকমার পুলিশ সুপার কিরণ চভন জানান, কেন্দ্রীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ন’জন মহিলা সহ ২২ জন মাওবাদী। সুকমা জেলা পুলিশ আত্মসমর্পণে সহযোগিতা করেছে। সরকারি নীতি মেনে আত্মসমর্পণকারীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
গত বছর সুকমা সহ বস্তার ডিভিশনের সাতটি জেলায় ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। সেই সংখ্যা এবছর আরও বাড়বে বলে মনে করছে ছত্তিশগড় পুলিশ (Chhattisgarh Police)। মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে ২০২০ সালের জুন মাসে ‘লোন ভারাতু’ (গোন্ড ভাষায় যার অর্থ ‘বাড়ি ফিরুন’) কর্মসূচি শুরু হয়েছিল ছত্তিশগড়ে। সাম্প্রতিক সময় একই উদ্দেশ্যে শুরু হয় ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) এবং ‘নিয়াদ নেল্লানার’ (আপনার ভাল গ্রাম) প্রচার কর্মসূচি।