বধূবেশে দিলীপের বাড়িতে রিঙ্কু, গোধূলি লগ্নে চারহাত এক হল ছাঁদনাতলায়

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সাত পাঁকে বাঁধা পড়লেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় কলকাতার নিউটাউনের একটি আবাসনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত রইলেন পরিবার এবং ঘনিষ্ঠ কয়েক জন।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

দিলীপ ঘোষ বিয়ে করছেন। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। সবার মুখে একটাই প্রশ্ন অবিবাহিত দিলীপ ঘোষ কি বিয়ে করছেন? প্রথম দিকে অনেকেই সোশ্যাল মিডিয়ার মনগড়া গল্প বলে চালানোর চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তীতে দিলীপ ঘোষ নিজেই জানিয়ে দেন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে। এদিন নিউটাউনের এক পার্লারে সাজগোজ সেরে সন্ধ্যায় বধূবেশে সোজা চলে আসেন নিউটাউনে দিলীপ ঘোষের আবাসনে। প্রাক্তন বিজেপি সাংসদের সেই ফ্ল্যাটেই গোধূলি লগ্নে চার হাত এক হল দু’জনের। উপস্থিত রইলেন পরিবার এবং ঘনিষ্ঠ কয়েক জন।

এদিন একেবারে সাদামাটা ভাবেই বিয়ে সারলেন এই সর্বভারতীয় বিজেপি নেতা। সুসজ্জিত ছাঁদনাতলায় রীতি-আচার মেনে সাদা ধুতি-পাঞ্জাবি পরে বিয়েতে বসেন দিলীপ। রিঙ্কুর পরনে লাল বেনারসী, মাথায় শোলার মুকুট, কপালে ছোট টিপ, মাথায় লাল ওড়না। একেবারেই সাবেকি সাজে দেখা গিয়েছে কনেকে। বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা ছিল হাতে গোনা। রিঙ্কুর সঙ্গে এসেছেন কয়েক জন কনেযাত্রী। তবে তাঁর পুত্র সৃঞ্জয় আসেননি মায়ের বিয়েতে।

প্রসঙ্গত, রিঙ্কু বিবাহবিচ্ছিন্না। তাঁর প্রথম পক্ষের এক পুত্রসন্তান রয়েছেন। নাম সৃঞ্জয় মজুমদার। তিনি সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তিনি জানিয়েছেন, অফিসের কাজে ভিনরাজ্যে থাকায় তিনি বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। তাঁর মায়ের এই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে তিনি ভীষণ খুশি। দু’জনের জন্য উপহার আনবেন বলেও জানিয়েছেন তিনি।

শনিবার অর্থাৎ আগামীকাল ঘটনাচক্রে দিলীপ ঘোষের জন্মদিন। বিয়ের কারণে তাঁর রাজনৈতীক কর্মসূচিতে ভাঁটা পড়বে না। রীতি-আচার মেনে বিয়ের পরের দিন বাড়িতেই থাকবেন রিঙ্কু। প্রতিদিনের মতো আগামীকালও প্রাতর্ভ্রমণে বেরোবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। সঙ্গীরা সকালে তাঁর জন্মদিন পালন করতে পারেন। দমদমেও একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। তিনি সেখানেও যোগ দেবেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন