Bangla News Dunia, Pallab : বর্তমান দিনের মানুষ কোন রকম ঝুঁকি ছাড়াই ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে চান। এমন পরিস্থিতিতে অনেকেই খুঁজছেন এমন একটি সঞ্চয় পদ্ধতি, যা হবে একদিকে নিরাপদ, অন্যদিকে দেবে সন্তোষজনক এবং খুব ভালো রিটার্ন। আপনাদের মনের চাহিদা পূরণ করতে এবার আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে বিশাল বড় একটি আপডেট। ঠিক এই ধরনের চাহিদার কথা মাথায় রেখেই ভারতীয় পোস্ট অফিস চালু করেছে একটি অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সেভিংস স্কিম, যার মাধ্যমে খুব অল্প টাকা জমা করলেই আপনি পেয়ে যাবেন মোটা অংকের রিটার্ন। যার নাম রেকারিং ডিপোজিট (Recurring Deposit), সংক্ষেপে RD স্কিম।
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।
পোস্ট অফিসের এই RD স্কিমটি মূলত মধ্যবিত্ত থেকে শুরু করে চাকুরিজীবী, গৃহবধূ, অবসরপ্রাপ্ত ব্যক্তি, এমনকি ছাত্রছাত্রীদের জন্যও আদর্শ। বিশেষ করে যারা অল্পসংখ্যক অর্থ মাসে মাসে সঞ্চয় করতে চান এবং দীর্ঘমেয়াদে একটা বড় অঙ্কের টাকা পেতে চান, তাদের জন্য এটি একটি অসাধারণ দারুন একটি স্কিম। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল এখানে বিনিয়োগ করা খুব সহজ এবং ঝুঁকিমুক্ত ও সরকার দ্বারা গ্যারান্টি রিটার্ন।
বর্তমানে পোস্ট অফিস RD স্কিমে বার্ষিক ৬.৭% হারে সুদ দেওয়া হচ্ছে, যা প্রতি তিন মাস অন্তর চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় (Quarterly Compounding) অর্থাৎ কেউ যদি এখানে টাকা রাখেন তাহলে তিন মাস পর পর যে সুদ হবে সেই সুদের আবার সুদ হিসেবে এখানে চক্রবৃদ্ধি হারে আপনার টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনারা এখানে সুদের উপরেও সুদ পাবেন। সব মিলিয়ে এখানে টাকা জমা রাখলে কয়েক বছরের মধ্যেই আপনি রিটার্ন পেয়ে যাবেন প্রচুর পরিমাণে।
একটি উদাহরণের সঙ্গে ব্যাপারটি ভালোভাবে বোঝানো হলো ১৫০০ টাকা এই স্কিমে জমা করেন, তাহলে ৫ বছর অর্থাৎ ৬০ মাসে মোট জমা হবে ৯০,০০০ টাকা। চক্রবৃদ্ধি হারে সুদ যোগ হওয়ার পর আপনি পাবেন প্রায় ১,০৭,০৫০ টাকা। অর্থাৎ আপনি পাবেন প্রায় ১৭,০৫০ টাকা অতিরিক্ত, যা প্রায় ১৯% রিটার্ন, তাও সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে।
এই স্কিমের আরও একটি সুবিধা হল, প্রতি মাসে সর্বনিম্ন ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যত টাকা ইচ্ছে এখানে জমা করতে পারবেন। স্কিমের মেয়াদ ৫ বছর হলেও, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি আগেভাগেই টাকা তুলতেও পারেন। তবে তার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন