২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নিয়মে বড় পরিবর্তন। বিপদে পড়তে না হলে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Ration-card-696x391

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্য ও কেন্দ্র সরকার ২০২৫ সালের এপ্রিল মাস থেকে রেশন কার্ডের নতুন নিয়ম কার্যকর করছে। এই পরিবর্তন গুলি না মানলে বিনামূল্যে রেশন বন্ধ হতে পারে। তাই এখনই কার্ড সংক্রান্ত সমস্ত আপডেট জেনে রাখা জরুরি। মুলত যেই সকল মানুষেরা ফ্রি রেশনের মাধ্যমে পাওয়া খাদ্য সামগ্রীর মাধ্যমে নিজেদের সংসার চালান তাদের অনেকটাই সুবিধা হতে চলেছে।

রেশন কার্ডে নিয়ম বদল!

ডিজিটাল রেশন কার্ড না থাকলে বন্ধ হতে পারে রেশন এখন থেকে প্রত্যেক গ্রাহকের ডিজিটাল কার্ড থাকা বাধ্যতামূলক, পুরনো কাগজের রেশন কার্ডে আর রেশন তোলা যাবে না, ডিজিটাল কার্ডে QR কোড স্ক্যান করেই রেশন বিতরণ হবে, যার ফলে জালিয়াতি অনেকটাই কমবে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে মিলবে না রেশন
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে।

একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকলে সেই কার্ড বাতিল হবে, এই নিয়ম না মানলে এপ্রিল ২০২৫-এর পর রেশন তোলা যাবে না, পারিবারিক সদস্যদের তথ্য আপডেট করা বাধ্যতা মূলক, পরিবারের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও আধার নম্বর রেশন কার্ডে সঠিকভাবে আপডেট করতে হবে, কার্ড আপডেট না থাকলে অনেক সময় রেশন বিতরণ আটকে যেতে পারে। সরকারের নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে যে কেউ নিজের কার্ডের অবস্থা যাচাই করতে পারবেন।

আরও পড়ুন:- সস্তায় ইলেকট্রিক স্কুটি আনছে জিও। 1 টাকায় ছুটবে 2 কিমি! আর কী কী সুবিধা থাকছে ?

অনলাইনে যাচাই করতে যা যা লাগবে

কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর, বায়োমেট্রিক যাচাই এখন বাধ্যতা মূলক, রেশন তোলার সময় বায়োমেট্রিক যাচাই বাধ্যতা মূলক করা হয়েছে, আঙুলের ছাপ মিললেই রেশন দেওয়া হবে, নচেৎ নয়, যাদের বায়োমেট্রিক কাজ করে না, তাদের জন্য বিকল্প পদ্ধতি থাকছে, অন্য রাজ্যে গেলে পোর্টেবিলিটি সুবিধা
এখন থেকে অন্য রাজ্যে থাকলেও রেশন পাওয়া যাবে One Nation One Ration Card প্রকল্পের মাধ্যমে, তবে তার জন্য ডিজিটাল কার্ড ও আধার লিঙ্ক থাকা জরুরি।

কারা এই পরিবর্তনের ফলে সরাসরি প্রভাবিত হবেন?

  • গ্রামাঞ্চলের মানুষ যাদের এখনো কাগজের কার্ড রয়েছে
  • শহরের সেই সব পরিবার যাদের আধার লিঙ্কিং সম্পন্ন হয়নি
  • যাদের পরিবারের সদস্যদের নাম ভুল রয়েছে রেশন কার্ডে

২০ এপ্রিল ২০২৫ এর মধ্যে নিচের কাজ গুলো শেষ করুন

  1. ডিজিটাল রেশন কার্ডে রূপান্তর
  2. আধার কার্ড লিঙ্ক
  3. বায়োমেট্রিক যাচাই সম্পন্ন
  4. পরিবারের তথ্য আপডেট

উপসংহার

২১শে এপ্রিল ২০২৫ থেকে রেশন কার্ড সংক্রান্ত যে নতুন নিয়ম গুলি কার্যকর হচ্ছে, তা রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং ডিজিটাল করতে সহায়ক। তবে যাঁরা এই নিয়ম গুলি অনুসরণ করবেন না, তাঁদের জন্য বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তাই দেরি না করে আজই প্রয়োজনীয় আপডেট গুলো করে ফেলুন।

আরও পড়ুন:- ১ ও ২ টাকার কয়েন বাতিল? দেখুন RBI এর নির্দেশিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন