Bangla News Dunia, Pallab : রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ। মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে শনিবার সকালে দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালকে দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। তুলে ধরেন তাঁদের অসহায় অবস্থায় কথা। রাজ্যপাল মন দিয়ে অসহায় পরিবারটির কথা শোনেন।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন
নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘আমি ওঁদের বলেছি বিচার ওঁরা পাবে। বিএসএফ ক্যাম্পের বিষয়টি রাজ্যকে আমি জানাব।’ কেন্দ্রওকেও বলব।’ একথা বলে তিনি রওনা দেন বেদবোনার দিকে।